৯ আগস্ট দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ৭টি সদস্য দেশ নয়াদিল্লীতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে , আগামী বছরের ফেব্রুয়ারী মাসে শীর্ষ সম্মেলন আয়োজনের আগে তারা অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে ।
দু'দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে সাতটি দেশের প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, অবাধ বাণিজ্য এলাকা স্থাপনসহ বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বাড়াবে এবং প্রতিযোগিতা জোরদার করার মাধ্যমে এ অঞ্চলের সামাজিক অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করা হবে । সদস্যদেশগুলো পরিবহন যোগাযোগ জোরদার করবে , শক্তিসম্পদ সহযোগিতা ত্বরান্বিত করবে এবং আঞ্চলিক পর্যটন ব্যবস্থাকে উন্নত করবে । এ ছাড়াও, সদস্যদেশগুলো সন্ত্রাসদমন, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ ও আইন কার্যকর করা এবং তথ্য বিনিময় ক্ষেত্রে সহযোগিতাকে জোরদার করবে ।
|