৯ আগস্ট রাতে সিরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ম্যাডাম চৌ সিউহুয়া চীনা দূতাবাসে চীন ও সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন ।
অনুষ্ঠানে তিনি বলেছেন, ১৯৫৬ সালের ১ আগস্ট চীন ও সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর , দু'দেশ দীর্ঘকাল ধরে পারস্পরিক সমঝোতা ,আস্থা ও রাষ্ট্রের উন্নয়নে পারস্পরিক আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময় করেছে। এ ছাড়াও দেশ আন্তর্জাতিক আঞ্চলিক ব্যাপারে ঘনিষ্ঠভাবে সমন্বয় ও সহযোগিতা করেছে । তাইওয়ান সমস্যা ও মানবাধিকার ক্ষেত্রে সিরিয়ার সরকার ও জনগণের সমর্থনের জন্য চীন ধন্যবাদ জানায় এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্যে সিরিয়ার অব্যাহত প্রচেষ্টারও চীন প্রশংসা করে । চীন আগের মতই ভবিষ্যতেও সিরিয়ার জাতীয় অধিকার পুনরুদ্ধারও ন্যায়বিচার প্রতিষ্ঠায়সমর্থন করবে ।
সিরিয়ার জাতীয় সংসদের স্পীকার, উপ-প্রধানমন্ত্রীসহ ৩০০জনেরও বেশি সিরিয়ার বিভিন্ন মহলের ব্যক্তি এবং চীনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ।
|