থাংশান হচ্ছে চীনের মৃত্শিল্পের জন্মস্থান। সবাই একে উত্তর চীনের মৃত্শিল্প শহর বলে ডাকে । থাংশান মৃতশিল্প মিং রাজবংশের ইয়ুংলে সময়কালে শুরু হয় । এ শহরের প্রায় ৬০০ বছরের ইতিহাস রয়েছে । সেখানে না না ধরণের চীনা মাটির ৫০০ টিরও বেশি মৃত্শিল্প রয়েছে । প্রধানত স্থাপত্য চীনা মাটি, স্বাস্থসম্মত চীনা মাটি , শিল্পায়ন চীনা মাটি , হাইটেক চীনা মাটি , শিল্পকলা চীনা মাটি ইত্যাদি । পুরো সেটের চীনা মাটির পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে : দেশী ও বিদেশী খাবারের প্লেট,চায়ের পেয়ালা ইত্যাদি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে থাংশান হুইতা চীনা মাটি কোম্পানির তথ্য জানিয়ে দেবো।
থাংশান হুইতা চীনা মাটি গোষ্ঠী হচ্ছে থাংশান চীনা মাটি কারখানা ও চীনের খাদ্য ও তেল আমদানি ও রপ্তানি গোষ্ঠীর সাহায্যে প্রতিষ্ঠিত চীনের বৃহত্তম চীনা মাটি উত্পাদন শিল্পপ্রতিষ্ঠান । এ গোষ্ঠী ফেংনান শহরের হুয়াংকোচুয়াং চীনা মাটি কারখানা, থাংশান হুইলি স্থাপত্য চীনা মাটি কোম্পানি ইত্যাদি তিনটি চীন ও বিদেশের যৌথ পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান এবং থাংশান চীনা মাটি কারখানার হুয়াংকোচুয়াং কারখানা ইত্যাদি চীনের ৭টি শিল্পপ্রতিষ্ঠানকে নিয়ে গঠিত । এ গোষ্ঠীর স্থিতিশীল পুঁজি ১৩ কোটি ইউয়ান , অস্থায়ী পুঁজি ৫ কোটি ইউয়ান, শ্রমিক সংখ্যা ১৭০০ জন । প্রধান উত্পাদন পণ্য হচ্ছে স্বাস্থসম্মত চীনা মাটি, শিল্পায়ন ইট, নতুন ধরনের দোয়ালের ইট, স্বাস্থসম্মত চীনা মাটির প্লাস্টিক যন্ত্র, রবারের জুতা । এর মধ্যে প্রত্যেক বছরে স্বাস্থসম্মত চীনা মাটির নীচ ,মাঝারী ও উচ্চ পর্যায়ের পণ্য প্রায় ২০ লাখ । তা সারাদেশের মোট উত্পাদন পরিমাণের ২০ ভাগের এক ভাগ । এর ট্রেডমার্ক হচ্ছে "হুইতা"আর "থাংথাও"। রপ্তানী উত্পাদনের ট্রেডমার্ক হচ্ছে "হুইতা" আর "ভিক্টরি" । "হুইদা" নামক পণ্য চীনের আন্তর্জাতিক প্রযুক্তি পণ্য মেলায় ও চীনের হমকুমা শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানী পণ্য মেলার স্বর্ণ পুরস্কার পেয়েছে । চীনা স্থাপত্য সাজসজ্জা বস্তু সমিতি এবং চীনের শিল্প ডিজাইন সমিতির স্থাপত্য বস্তু ডিজাইন কমিটি তাকে চীনা মাটির পণ্য বলে অভিহিত করেছে । স্বাস্থসম্মত চীনা মাটির পণ্যের আকার নতুন,গুণগতমান ভালো, যা একই ধরনের পণ্যের চেয়ে অনেক উন্নত সামর্থ্য রয়েছে । চীনে সমাদৃত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের ১০টিরও বেশি দেশ ও অঞ্চলে তা বিক্রি হচ্ছে। বিশেষ করে হুইতা নম্বর ২ পানি সাশ্রয় শৌচাগার প্রত্যেকবার শুধু ৬ লিটার পানি লাগবে । এটা বিশ্বের উন্নত মানের নাগাল পেয়েছে । শিল্পে ব্যবহৃত ইটের বার্ষিক উত্পাদন পরিমাণ ৯ হাজার টন । তা চীনের তেল, রসায়নশিল্প ,ধাতুধালাই , বিদ্যুত্ নির্মাণের গুরুত্বপূর্ণ বস্তু এবং হোপেই প্রদেশের শ্রেষ্ঠ পণ্যের পুরস্কার পেয়েছে ।
|