চীনের জাতীয় গণ কংগ্রেস এবং মার্কিন সিনেটের নিয়মিত আদান-প্রদান ব্যবস্থার তৃতীয় আনুষ্ঠানিক বৈঠক ৯ আগষ্ট চীনের কুয়াংসির কুইলিন শহরে শুরু হয়েছে। দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক, তাইওয়ান সমস্যা এবং বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি সংক্রান্ত আলোচ্যবিষয় নিয়ে সার্বিকভাবে মত বিনিময় করেছে এবং ব্যাপকভাবে মতৈক্যে পৌঁছেছে।
দু'পক্ষ একমত হয়েছে যে, ২১ শতাব্দীতে চীন-মার্কিন গঠনমূলক সহযোগিতা সংক্রান্ত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও এবং মার্কিন প্রেসিডেন্ট বুশের মধ্যে সম্পাদিত ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্য দু'দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্যে সঠিক দিক নির্দেশ করেছে। তাই গুরুত্ব-সহকারে ধাপে ধাপে এর বাস্তবায়ন করতে হবে।
|