আকাশ যেমন ভালবাসে চন্দ্রতারাকে
পাহাড় যেমন ভালবাসে ঝর্ণা ধারাকে
নদী যেমন ভালবাসে স্রোত ধারাকে
রাখাল তেমন ভালবাসে বাঁশির সুরকে
বন বনানী ভালবাসে পাখপাখালিকে
ঘাসের ডগা ভালবাসে শিশির বিন্দুকে
ভালবাসে জোনাক যেমন অমানিশর রাতটাকে
বসন্ত যেমন ভালবাসে কৌকলের মিষ্টি গাকে
আমিও তেমনি করে ভালবাসি তোমাকে
হে মোর প্রিয় সি আর আই তোমাকে।
---বাংলাদেশের ঢাকার কিংবদন্তী বেতার শ্রোতা সংঘের সভাপতি সুব্রত পাল জয়
|