v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-09 19:12:34    
চাওয়া-পাওয়া ( ২৭ মে )

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া-পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি।

    বাংলাদেশের ব্রাক্ষ্মন বাড়িয়া জেলার সি.আর.আই ফ্যান ক্লাবের সভাপতি মো: মাজহারুল হক তাঁর চিঠিতে লিখেছেন যে, আমি "চাওয়া-পাওয়া" অনুষ্ঠানে যে কোন শিল্পীর কন্ঠে বসন্তের গান শুনতে চাই। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার চাহিদা পূরণ করছি। "বসন্তকাল কোথায়" নামে বসন্ত সম্পর্কিত একটি গান শোনাবো। এই গান হচ্ছে ছোটদের গান। পাশাপশি আসন্ন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আমি বিশ্বের সব শিশুর জন্যে গানটি উপহার দেবো। এই গানটির মাধ্যমে বিশ্বের শিশুর স্বাস্থ্য ও সুখ কামনা করি। গানে বলা হয়েছে:

    বসন্তকাল কোথায়? বসন্তকাল কোথায়?

    বসন্তকাল সবুজের বন্যায় থাকে, সেখানে লাল ফুল আছে, সবুজ ঘাস আছে এবং আছে গান গাইতে পারা অ্যারিওল পাখি।

    বসন্তকাল কোথায়? বসন্তকাল কোথায়?

    বসন্তকাল হ্রদের প্রতিবিম্বে আছে, লাল ফুল ও সবুজ ঘাস প্রতিবিম্বিত হয়েছে, এবং গান গাইতে পারা অ্যারিওল পাখি।

    বসন্তকাল কোথায়? বসন্তকাল কোথায়?

    বসন্তকাল শিশুদের চোখে আছে, লাল ফুল ও সবুজ ঘাস দেখে, এবং গান গাইতে পারা অ্যারিওল পাখি।

    আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসাথে গানটি শুনবো।

    বাংলাদেশের পাবনা জেলার বিন্যাবাড়ী গ্রামের মো: কায়সার রহমান, চুয়াডাঙ্গা জেলার এম. এস. জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাই চান্দি মাস্টার পাড়া গ্রামের রেডিও শারি ইন্টারন্যাশনাল ক্লাবের মো: মনিরুল ইসলাম মনি, সিরাজগঞ্জ জেলার মো: জাকারিয়া হোসাইন, পাবনা জেলার ড: মো: রফিকুল আজিজ আমাদের অনুষ্ঠানে চীনা শিল্পির কন্ঠে যে কোন একটি বাংলা গানটি শুতে চান। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমি চীনের শিল্পী ছিনলেইয়ের গাওয়া "এই পদ্না, এই মেঘনা"নামে একটি বাংলা গান প্রচার করবো। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

    ভারতের পশ্চিম বঙ্গের কোচবিহার জেলার আমলাগুড়ি গ্রামের তপন বসাক আমাদের অনুষ্ঠানে তাঁর অনুরোধের গান শুনতে চান। তা হচ্ছে বাংলাদেশের মেহরীনের গাওয়া "রাজকুমার" নামে একটি গান। আচ্ছা ,চলুন একসাথে গানটি শুনবো আমরা।

    বাংলাদেশের রংপুর জেলার পূর্বগোয়ালু গ্রামের গোয়ালু ডি.এক্স.রেডিও লিসনার্স ক্লাবের প্রফেসর মোস্তাফিজুর, সায়ীদ, লাভলী, ইমরান, নিপা, শাদ, জেবিন, মাসুদ, হাবীবা,বাবলু আমাদের অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের কন্ঠে একটি গান শুনতে চান। এখন আমরা একসাথে তাঁর গাওয়া "বসন্ত ছুঁয়েছে আমাকে" নামে একটি গান শুনবো।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনার পছন্দের গান প্রচার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে।