চীনের জাতীয় বন ব্যুরো কর্তৃপক্সের সূত্রে জানা গেছে, চলতি বছরে চীন ৫০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে জলাভূমি ও প্রাকৃতিক অঞ্চলের সুরক্ষা করবে।
জানা গেছে, সম্প্রদিত ১০ বছরে চীনের প্রাকৃতিক হ্রদের আয়তনন অধিকতর কমে গেছে। ৭০ শতাংশেরও বেশি হ্রদের অবস্থা খারাপ হয়েছে।
জানা গেছে, আগামী ৫ বছরে চীনের জলভূমি সুরক্ষার পরিকল্পনা চালু হবে। তাতে আরো বেশি অর্থ জলাভূমি ও প্রাকৃতিক অঞ্চলের সুরক্ষার কাজে ব্যবহৃত হবে।
|