চীনের প্রথম উত্তর চীনের তৃণভূমির ভ্রাম্যমান পশুপালকদের ব্রোঞ্জপাত্র নিয়ে একটি যাদুঘর সম্প্রতি অন্তর্মঙ্গলীয় স্বায়তশাসিত অঞ্চলের এরতোস শহরে উদ্বোধন হয়েছে ।
এই যাদুঘরের মোট আয়তন তিন হাজার বর্গমিটার । যাদুঘরে দেখানো এক হাজারেরও বেশী পাত্রের মধ্যে প্রাচীনকালের ব্রোঞ্জের তৈরী অস্ত্রশস্ত্র, উত্পাদন ও জীবনের জন্য প্রয়োজনীয়হাতিয়ার , অলংকার , ঘোড়ার গাড়ী ও জীবজন্তু ইত্যাদি ।
বেশীর ভাগ ব্রোঞ্জপাত্র খৃষ্টপূর্ব চতুর্দশ শতাব্দী থেকে খৃষ্টীয় প্রথম শতাব্দীর সময় এরতোস মালভূমি ও তার পাশেপাশে আবিষ্কার করা হয় । ব্রোঞ্জের পাত্র ছাড়াও আবিষ্কৃত সোনা ও রুপার অলংকারগুলোও প্রদর্শন করা হয়েছে ।
|