৮ আগষ্ট চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, এই বছরের প্রথমার্ধে চীনের শুল্ক মেধা-স্বত্ব লঙ্ঘন করার মোট এক হাজার ৭৬টি মামলা অনুসন্ধান করেছে। প্রায় ৩ কোটি ৯০ লাখ পণ্যদ্রব্য উদ্ধার করেছে।
খবরে প্রকাশ, এই বছর থেকে চীনে শুল্ক বিভাগ চিঠি ও পুঁটলির মাধ্যমে মেধা-স্বত্ব লঙ্ঘন করা পণ্যদ্রব্য দমনের মাত্রা বাড়িয়েছে এবং অলিম্পিক প্রতীকের সংরক্ষণ জোরদার করেছে। তা ছাড়া, কিছু কিছু প্রযুক্তিগত সাজ-সরঞ্জাম মেধা-স্বত্ব লঙ্ঘন করা পণ্যদ্রব্য দমনের অভিযানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
|