v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-09 17:50:05    
সি আর আই অলিম্পিক রেডিও এর প্রতিষ্ঠা (ছবি)

cri

 সি আর আই অলিম্পিক রেডিও এর সকল উপস্থাপিক ও উপস্থাপিকা

    ৮ আগস্ট ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন হতে ঠিক দু'বছর বাকি আছে। এমন একটি অসাধারণ দিবসে চীনের প্রথম বহু ভাষা ভিত্তিক অলিম্পিক রেডিও চ্যানল পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই চ্যানলে প্রধানতঃ পেইচিং অলিম্পিক গেমস আর এর প্রস্তুতিমূলক অবস্থার পরিচয় দেয়া হবে। এতে চীনের ম্যান্ডারিন ভাষা, ইংরেজী, ফরাসী, স্পেনিশ, রুশ সহ মোট নয়টি ভাষায় ২৪ ঘন্টা ধরে অনুষ্ঠান প্রচারিত হয়।

 ৮ আগস্ট বিকালে চীন আন্তর্জাতিক বেতারের অলিম্পিক রেডিও এর উদ্বোধনী অনুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সি আর আই এর উদ্দেশ্য হচ্ছে "বিশ্বের কাছে চীনকে জানানো, চীনের কাছে বিশ্বকে জানানো এবং বিশ্বের কাছে বিশ্বকে জানানো"। এর ফলে বহু ভাষায় বিদেশী বন্ধুদের কাছে অবিলম্বে চীনের পেইচিংয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস আর এর প্রস্তুতিমূলক কাজের খবর পৌঁছে দেয়াই হচ্ছে সি আর আই এর অন্যতম দায়িত্ব।

 সি আর আই অলিম্পিক রেডিও চ্যানেল হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট তথ্য প্রচারের এক বিশেষ চ্যানেল। এই চ্যানেলে জাতিসংঘের ছয়টি সরকারী ভাষা অর্থাত্ চীনা ভাষা, ইংরেজী, রুশ , ফরাসী, স্পেনীশ, আরবীসহ জাপান, কোরীয়া আর জার্মানসহ প্রভৃতি মোট নয়টি ভাষায় ২৪ ঘন্টা অনুষ্ঠান প্রচারিত হয়। অনুষ্ঠানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আছে খেলাধুলা ও অলিম্পিক তথ্য, জীপনযাপনের পরিসেবা তথ্য, অলিম্পিক সংক্রান্ত চীনের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, পর্যটন এবং অলিম্পিক ইংরেজী ইত্যাদি।

 বর্তমানে সি আর আই অলিম্পিক রেডিও পেইচিংয়ে এফ এম ৯০০তে প্রচারিত হয়, তাছাড়া অনলাইন রেডিও এর মাধ্যমেও অনুষ্ঠান শোনা যায়। আপনি যদি সি আর আই অলিম্পিক রেডিও এর ওয়েবসাইট radio2008.cri.cn টিউন করলে বিশ্বের যে কোন স্থান থেকে সাথে সাথে পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত সর্বশেষ খবরাখবর জানতে পারেন।

 পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির ডিপুটি নির্বাহী চেয়ারম্যান লিউ চিং মিন ভাষণ দিয়েছেন।

    সি আর আই অলিম্পিক রেডিও এর প্রতিষ্ঠা পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির যথাযথ সমর্থন পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির ডিপুটি নির্বাহী চেয়ারম্যান, পেইচিংয়ের উপ-মেয়র লিউ চিং মিন বলেছেন, "সি আর আই হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ বৈদেশিক বেতার মাধ্যম। তার বহু ভাষাভিত্তিক বেতার অনুষ্ঠান প্রচারের সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। অলিম্পিক রেডিও এর প্রতিষ্ঠা পেইচিংয়ের অলিম্পিক গেমস সম্প্রচার, দেশের সুষ্ঠুভাব মূর্তি তুলে ধরার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে।"

 সি আর আই অলিম্পিক রেডিও প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রোগ অভিনন্দন জানিয়ে বলেছেন, "আমি বলতে চাই, চীনা বন্ধুরা সর্বদাই ক্রীড়া উন্নয়নের জন্য অবদান রেখে আসছেন, বিশেষ করে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের জন্য যে প্রয়াস চালাচ্ছেন , তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আজ থেকে গণনা করলে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন হতে আর মাত্র ১০০০ দিনেরও কম সময় হাতে রয়েছে। একটি সাফল্যমন্ডিত অলিম্পিক গেমস আয়োজনের জন্য আপনাদের অব্যাহতভাবে পরিশ্রম করা দরকার, তাহলে পেইচিং এর জন্য বিরাট সাফল্য অর্জিত হবে। আপনাদের সৌভাগ্য কামনা করি। ধন্যবাদ। "

 চীনে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতও আমন্ত্রণক্রমে অলিম্পিক রেডিও এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিসরের রাষ্ট্রদূত মাহমুদ আল্লাম বলেছেন, "সি আর আই অলিম্পিক রেডিও এর প্রতিষ্ঠা এক আনন্দদায়ক ব্যাপার। এটা হচ্ছে চীন বিশ্বের কাছে "একই পৃথিবী, একই স্বপ্ন" এই অলিম্পিক চিন্তাধারা জানানোর একটি জানালা। অলিম্পিক গেমস হচ্ছে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণীয় এক মহা সম্মিলন। অনেক আরব দেশের প্রতিনিধি দল এতে অংশ নেবে। সি আর আই অলিম্পিক রেডিও এর আরবী ভাষার অনুষ্ঠান সময়োচিতভাবে অলিম্পিক গেমসের তথ্যগুলো আরবী শ্রোতাদের কাছে পৌঁছাবে। আপনাদের সাফল্য কামনা করি।"