মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র সীন ম্যাক্কোরমার্ক বলেছেন, এ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতার প্রস্তাব মেনে চলার কোনো প্রমাণ নেই।
তিনি আরো বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব ইরানকে এ মাস শেষের আগেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা শেষ করতে হবে। কিন্তু এখনও ইরান তা মেনে চলবে না। এই সিদ্ধান্ত অটল রয়েছে।
জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস আগামী সপ্তাহে নিউইয়র্কে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইসরাইল-লেবাননের মধ্যে যুদ্ধ বিরতি সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন। সে সময় তিনি অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও ইরান পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করবেন।
|