আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ভাইসমহাপরিচালক ম্যাদাম নিড়ো নিয়ায় বলেছেন, আফ্রিকা থেকে প্রতিছর ২০ হাজারেরও বেশি উর্ধতন পর্যায়ের প্রযুক্তিবিদ ইউরোপ ও আমেরিকাসহ উন্নয়নমুখী দেশে চলে গেছে । তা হচ্ছে আফ্রিকার অর্থনৈতিক সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার গুরুত্বপূর্ণ কারণ।
তিনি " অভিবাসী, উন্নয়ন ও দরিদ্র বিমোচন" সংক্রান্ত একদিনের এক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বলেছেন, দরিদ্র ও যুদ্ধ এবং আয়ন কম হওয়ায় বহুসংখ্যক প্রযুক্তিবিদের অন্য দেশে চলে যাওয়ার অন্যতম কারণ। এর জন্যে তিনি অভীবাসী দেশগুলোকে অভীবাসী সংক্রান্ত নীতি ভালভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। অভীবাসী সমস্যার উপর আফ্রিকার দেশ সমূহ গুরুত্বের সঙ্গে এর মোকাবেলা করবে। যাতে আফ্রিকার প্রযুক্তিবিদ অন্য দেশে চলে যাওয়া কমানো যায়।
|