v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-08 19:15:36    
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প উদ্ধার ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে

cri
    গত তিন দিন ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি আন্তর্জাতিক উদ্ধার দলকারী উত্তর চীনের শি চিয়া চুয়ান শহরে ভূমিকম্প উদ্ধার সম্পর্কিত বেশ কয়েকটি মহড়া চালিয়েছে । যাতে বিভিন্ন আন্তর্জাতিক উদ্ধার দলের মধ্যে সহযোগিতা আর সমন্বয়ের সামর্থ্য উন্নত করা যায় ।

    জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয়ের উদ্যোগে ভূমিকম্প উদ্ধার সংক্রান্ত বেশ কয়েকটি মহড়া চালানো হয়েছে । এর আগে এই ধরনের মহড়া আরো তিন বার অনুষ্ঠিত হয়েছিল । কিন্তু চীনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু আন্তর্জাতিক উদ্ধার দল এই প্রথমবারের মতো ভূমিকম্প উদ্ধার সংক্রান্ত মহড়া চালাল ।

    গত সপ্তাহের শনিবার থেকে চীন, জাপান , যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া , ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া , ভারতসহ ১৭টি দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল ব্যাপক আকারের ভূমিকম্প কবলিত এলাকায় তিন দিনব্যাপী উদ্ধার বিষয়ক মহড়া চালিয়েছে ।

    জাতিসংঘ মানবিক সমন্বয় কার্যালয়ের কর্মকর্তা অরজুন কাতোচ বলেছেন , এবারকার মহড়ায় পূর্বনির্ধারিত ফলপ্রসূতা অর্জিত হয়েছে ।

    তিন দিনের মহড়া আমাদের জন্য খুব দুর্লভ । গত তিন দিন ধরে আমরা ভূমিকম্প কবলিত পরিবেশে সহযোগিতা , ডিজিটাল টেলি-যোগাযোগ আর ভাষাসহ সম্ভাব্য বিবিধ সমস্যার শিকার হয়েছি । এই মহড়া খুব ফলপ্রসূ হয়েছে ।

    চীনের রাষ্ট্রীয় ভূমিকম্প ব্যুরোর উপ-মহাপরিচালক চাও হো পিং মনে করেন যে , চীন এমন একটি দেশ , যে দেশে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ঘটে । সুতরাং চীনে এমন বিরাটাকারের আন্তর্জাতিক ভূমিকম্প উদ্ধার সংক্রান্ত মহড়া চালানো খুবই প্রয়োজন ।

    চীনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্প উদ্ধার মহড়া যে অনুষ্ঠিত হয়েছে , তা মারাত্মক দুর্যোগ মোকাবিলা করার সামর্থ্য বাড়ানো আর বিদেশী উদ্ধারকারী দলের কাছ থেকে উন্নত মানের তত্ত্ব ও প্রযুক্তি শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অনুকূল হবে । যাতে কার্যকরভাবে গণ-স্বাস্থ্যহানি রোধ করা যায় আর দুর্যোগ কবলিত ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় ।

    চীনের আন্তর্জাতিক উদ্ধারকারী দল এই মহড়ায় যোগ দিয়েছে । চীনের রাষ্ট্রীয় ভূমিকম্প ব্যুরোর জরুরী উদ্ধার বিভাগের প্রধান হোয়াং চিয়ান ফা বলেছেন , চীনের আন্তর্জাতিক উদ্ধারকারী দল প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে । এই দল ইরান , ইন্দোনেশিয়া , পাকিস্তান প্রভৃতি দেশে আন্তর্জাতিক ভূমিকম্প প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছিল । চীন আশা করে যে , এই মহড়ার মধ্য দিয়ে বিভিন্ন দেশের উদ্ধার অভিজ্ঞতা শিক্ষা গ্রহণ করতে পারবে । যাতে চীনের আন্তর্জাতিক উদ্ধার কাজ আরো উন্নত হয় ।

    মারাত্মক দুর্যোগের সময় গুরুতর ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । ভবিষ্যতে উদ্ধার কাজের ক্ষেত্রে এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করা হবে। পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণ গ্রহণের জন্য চীনের উদ্ধার কর্মীদের শীগ্গিরই সিংগাপুরে পাঠানো হচ্ছে । চীনে রাষ্ট্রীয় দুর্যোগ উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের কেন্দ্রও প্রতিষ্ঠিত হয়েছে । চীনা কর্মীদের প্রশিক্ষণ দেযার জন্য বিদেশী শিক্ষাদাতাদেরও আমন্ত্রণ করা হবে । তা ছাড়া তৃতীয় বিশ্বের দেশগুলোকে চীন যথাযথ প্রযুক্তিগত প্রশিক্ষণও দেবে । যাতে তাদের জরুরী দুর্যোগ মোকাবিলা করার সামর্থ্য বাড়ানো যায় ।

    এবারকার মহড়ায় অংশগ্রহণকারী জাতিসংঘ মানবিক কার্যালয়ের কর্মকর্তা পিটার টমাস বলেছেন , গত কয়েক বছর ধরে চীন সরকার আন্তর্জাতিক ভূমিকম্প প্রতিরোধ ও উদ্ধার কাজের জন্য প্রচুর সাহায্য দান করেছে । বেশ কয়েকটি উদ্ধার অভিযানে চীন যথাসময় দুর্যোগ কবলিত অঞ্চলগুলোতে আন্তর্জাতিক উদ্ধার দল পাঠিয়েছিল । তারা স্থানীয় উদ্ধার কাজের জন্য বিরাট অবদান রেখেছে । তিনি বলেছেন , এতে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের দায়িত্বশীলতা ও সুষ্ঠু ভাবমূর্তি তুলে ধরা হয়েছে । চীন আন্তর্জাতিক উদ্ধার কাজে আরো বেশি আবদান রাখবে বলে তিনি আশা করছেন ।