চীনের পেইচিংকে ২০০৮ সালের অলিম্পিক গেম্সের স্বাগতিক শহর হিসেবে নির্ধারণ করার পর ৫ বছর পূর্ণ হয়েছে । পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ যে কি ভাবে চলছে , তা বরাবরই বিশ্ব জনমতের দৃষ্টি আকর্ষণ করে আসছে । সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি চীনের প্রধান প্রধান সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , গত ৫ বছর ধরে পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতির কাজ সুষ্ঠুভাবে চালানো হয়েছে । পূর্বনির্ধারিত কার্যক্রম সময় মতো সম্পন্ন হয়েছে ।
লিউ ছি বলেছেন , ২০০১ সালের ১৩ জুলাই যখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পেইচিংকে ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের স্বাগতিক শহরের যোগ্যতা প্রদান করেছে, তখন থেকেই পেইচিংয়ে এবারকার অলিম্পিক গেম্স আয়োজনের জন্য বিভিন্ন প্রস্তুতির কাজ শুরু হয়েছে । ২০০৩ সালের শেষ নাগাদ থেকে পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠানের জন্য ব্যবহার্য নতুন স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে । পেইচিং অলিম্পিক গেমসের জন্য স্থাপিত ৩৮টি বিভাগের ৩০১টি ইভেন্টের প্রতিযোগিতা বিষয়ক সময়সূচী ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে । ২০০৬ সালের আগস্ট মাস থেকে ২০০৮ সালের বসন্তকাল পর্যন্ত ৪০ বার পরীক্ষামূলক প্রতিযোগিতা চালানো হবে । ওলিম্পিক গেমসের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য যে বাজার অন্বেষণ করা হয়েছে , তাতে অলিম্পিক গেমস অনুষ্ঠানের চাহিদা পুরোপুরি মেটানো যাবে । এ পর্যন্ত অলিম্পক গেমসের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য তিরিশাধিক দেশী-বিদেশী শিল্প প্রতিষ্ঠানার কাছ থেকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে । এর সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজও শুরু হয়েছে । এবারকার প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রতীক প্রকাশিত হয়েছে , প্রতিবন্ধকমুক্ত ব্যবস্থার নির্মাণকাজ পুরোদমে চলছে । গেমসের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য বাজার অন্বেষণ করার কার্যক্রমও চালু হয়েছে । যোগাযোগ , নিরাপত্তা , আবাস , খাওয়া দাওয়া , চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা গেমসের প্রভৃতি পরিসেবা কাজও সার্বিকভাবে শুরু হয়েছে । শতাধিক হোটেল আর ২১টি হাসপাতালে দেশী-বিদেশী পর্যটকদের জন্য আবাস ও চিকিত্সার পরিসেবা যোগানো হবে ।
লিউ ছি বলেছেন , প্রস্তুতির কাজ ব্যাপক জনসাধারণ আর সমাজের বিভিন্ন মহলের সমাদর পেয়েছে । ২০০৮ সালে পেইচিং গেমসের প্রতীক , মাস্কট , শ্লোগান , অলিম্পিক গেমসের সংগীত সংগ্রহের পাশাপাশি বহু বন্ধু বান্ধব আমাদের কাছে তাদের ডিজাইনের কর্মসূচী ও নমুনা পাঠিয়েছেন । এই সব শিল্প কর্মে বিদেশে বসবাসকারী চীনা প্রবাসী ও আন্তর্জাতিক বন্ধুসহ পেইচিং আর চীনের বিভিন্ন অঞ্চলের জনগণের আবেগ ও প্রত্যাশা প্রকাশ পেয়েছে ।
অনুমান করা হচ্ছে , পেইচিং অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ে আসা পর্যটকদের সংখ্যা ১৫ লাখে দাঁড়াবে । তবে পেইচিংয়ের জানজট সমস্যা কি ভাবে সমাধান করা যাবে ? এ প্রসঙ্গে লিউ ছি বলেছেন ,
শহরে পাবলিক বাস ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় , কর্মকর্তা আর সংবাদদাতাদের যানবাহনের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও প্রবর্তন করা হবে ।
অলিম্পিক গেমসের মর্মতেজ প্রসঙ্গে লিউ ছি বলেছেন, সারা পৃথিবী পেইচিং অলিম্পিক গেমসের দিকে তাকিয়ে আছে । পেইচিং এবারকার অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হওয়ায় চীনের ৫ হাজার বছরের পুরানো ও উজ্জ্বল সভ্যতা আর সমাজতন্ত্রের আধুনিকায়নের নির্মাণকাজের সুফল প্রতিফলিত হয়েছে । অলিম্পিক গেমসের মাধ্যমে বিশ্ব জনগণের সঙ্গে চীনা জনগণের বন্ধুত্বও আরো জোরদার হবে ।
|