২০০৮ সালের ওলিম্পিক গেমস শুরু হতে আরো দুই বছর বাকী আছে । ৭ আগষ্ট পেইচিং ওলিম্পিক গেম্সের সাংগঠনিক কমিটি ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলোপ্রকাশ করেছে।
ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলো প্রাচীন চীনের কচ্ছপের হাড়ের উপর খোদাই করা অক্ষর আর ছবির সমন্বয়ে তৈরী করা হয়েছে । এই সব প্রতীকের বৈশিষ্ট্য হলো সহজেই নির্ণয় ও ব্যবহার করা যায় এবং সহজেই মনে রাখা যায় ।
পেইচিং ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলোর মধ্যে ট্র্যাক ও ফিল্ড , নৌকা বাইচ , ব্যাডমিন্টন , ক্রিকেট , বাস্কেটবল , মুষ্টিযুদ্ধ , সাইকেল চালানো , ঘোড়-সওয়ারী , ফুটবল , সাতার , ডাইভিং , টেনিস , টেবিল-টেনিস , শুটিং , তাইকুন্ড , ভলিবল ইত্যাদি ৩৫টি ইভেন্টের প্রতীক রয়েছে ।
ওলিম্পিক গেম্সের ক্রীড়া প্রতীক তৈরী ওলিম্পিক গেম্স প্রচারের অন্যতম কর্তব্য । এই সব প্রতীক ওলিম্পিক গেম্সের পথ -নির্দেশক বোর্ড , বিজ্ঞাপন, পরিবেশ সাজানো , স্মারক পণ্য ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে ।
|