জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের কর্মকর্তা অর্জুন কাতোচ ৭ আগষ্ট চীনের উত্তরাঞ্চলের শি চিয়াচুয়াং শহরে বলেছেন, চীনের আন্তর্জাতিক চিকিত্সক দল ইতোমধ্যেই বিশ্বমানসম্পন্ন দলে পরিণত হয়েছে।
অর্জুন কাতোচ ২০০৬ সালের এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের ভূমিকম্প প্রতিরোধ বিষয়ক অনুশীলনে উদ্বোধনকরার সময় এ কথা বলেছেন। তিনি বলেছেন, গত পাঁচ বছরে চীনের আন্তর্জাতিক চিকিত্সক দল আলজেরিয়া, ইরান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক চিকিত্সা পরিসেবার কাজ সম্পন্ন করেছে। তিনি আশা করেন, এই দল কঠোর পরিশ্রম করে অব্যাহতভাবে বিভিন্ন ধরণের চিকিত্সা পরিসেবার কাজ চালাবে।
চীন সরকার ২০০১ সালে চীনের আন্তর্জাতিক চিকিত্সক দল প্রতিষ্ঠা করে। চিকিত্সক দল চীনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। তা ছাড়া, এই দল আন্তর্জাতিক ক্ষেত্রেদুর্যোগের সময় জরুরী ত্রাণ সেবা প্রদানের দায়িত্ব পালন করে। এ দল যথাক্রমে বিশ্বের বিভিন্ন জায়গায় জরুরী ত্রাণ সেবা অভিযান চালিয়েছে।
|