চাদের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক ৬ আগস্ট আবার প্রতিষ্ঠিত হয়েছে । এ পর্যন্ত ১৬৯টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট সন্ধ্যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী চি চাওসিং চাদ প্রজাতন্ত্রের কূটনীতি ও আফ্রিকা একীকরণ বিষয়ক মন্ত্রী আহমাদ আল্লামীর সঙ্গে পেইচিংয়ে " চীন ও চাদ প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যৌথ প্রস্তাবে " স্বক্ষর করেছেন।
স্বাক্ষর অনুষ্ঠানের পর, দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী চীন-চাদ -এর সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
১৯৭২ সালের ২৮ নভেম্বর চীন-চাদ দু'দেশের রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিলো। ১৯৯৭ সালের ১২ আগস্ট চাদ সরকার দু'দেশের কূটনৈতিক স্থাপনের নীতি লঙ্ঘন করে, তাইওয়ানের সঙ্গে " কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠি " করায় , চীন সরকার একইবছরের ১৫ আগস্ট, চাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।
|