সুইডেনের প্রধানমন্ত্রী গোরান পার্সোন ৬ আগস্ট বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননকে সাহায্য ও পুনর্গঠনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি সংবদ-মাধ্যমকে বলেছেন, জাতিসংঘ মহাসচিব আন্নান, ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি বলাইর, ফ্রান্সের প্রেসিডেন্ট সিলাক ও ই ইউ'র কূটনৈতিক নীতি ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি জাভিয়ের সোরানা এই প্রস্তাবকে রাজি হয়েছেন।
ফের্সোন আরো বলেছেন, ১৭ সেপ্টেম্বর সুইডেনের নির্বাচন অনুষ্ঠান হবে, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তা রাজি হলে সুইডেন ভবিষ্যতের কয়েক সপ্তাহে এর জন্যে ভালভাবে প্রস্তুতি নিতে পারে।
|