v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-07 17:07:55    
৩১ জুলাই--৭ আগষ্ট, ২০০৬

cri
জুলাই মাসে ১ লাখ ২০ হাজার যাত্রী ছিংহাই-তিব্বত রেলপথে তিব্বতে যান

ছিংহাই-তিব্বত রেলপথ ১ জুলাই চালু হবার পর থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার জনেরও বেশি যাত্রী বহন করা হয়েছে । এর মধ্যে তিব্বতের অধিবাসীদের সংখ্যাই বেশী ।

আরো জানা গেছে, এখন ছিংহাই-তিব্বত রেল পথে আরো তিনটি যাত্রীবাহী রেলগাড়ী চালু হয়েছে। বর্তমান ছিংহাই-তিব্বত রেল পথ খুবই নিরাপদ । প্রায় ৯৭ শতাংশ যাত্রী এই রেলগাড়ীতে যাতায়াত করছে।

চীনের ছিংহাই-তিব্বত রেলপথ ১ জুলাই সার্বিকভাবে চালু হবার পর তা তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে লক্ষণীয় ভূমিকা পালন করছে।

চীনে পাথরে খোদাইকৃত কোরআন শরীফ সম্পন্ন হয়েছে

৪ আগস্ট চীনের ইসলাম ধর্ম সমিতির চেয়ারম্যান ,ইমাম ছেন কুয়াং ইউয়ান চার বছরেরও বেশি সময় ধরে পাথরে খোদাই করে কোরআন শরীফ লেখার কাজ সম্পন্ন করেছেন । এটা পেইচিংয়ের তুং শি মসজিদে সংরক্ষিত রয়েছে ।

পাথরে কোরআন শরীফ খোদাই করার জন্য পূর্ব চীনের থাই পর্বতের বিশেষ পাথর ব্যবহার করা হয়েছে । ৩০ খন্ড বিশিষ্ট কোরআন শরীফ ৫২৮টি পাথরের ওপর খোদাই করা হয়েছে ।

ইসলাম ধর্মের সংস্কৃতি ব্যাপকভাবে প্রচার করার জন্য ইমাম ছেন কুয়াং ইউয়ান পাথরে কোরআন শরীফ খোদাই করার সিদ্ধান্ত নিয়েছেন ।

প্র্যাপিরুন নামক টাইফুনে ৮০লাখেও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

৫ আগষ্ট পযন্ত প্র্যাপিরুন নামক টাইফুনে দক্ষিণ চীনের কুয়াংতুং ও কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে মোট ৫৭জন নিহত, বহু মানুষ নিখোঁজ ও ৮০লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে অর্থনৈতিক ক্ষতিরা পরিমান ৩৪ মিলিয়ন ইউয়েন রেনমিনবি।

খবরে প্রকাশ, বর্তমানে প্যাপিরুন নামক টাইফুন ঝড়ে পরিণত হয়েছে, গত তিন দিনে কুয়াংতুং প্রদেশ ও কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল মাবাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুন প্যাপিরুন প্রথমে কুয়াংতুং প্রদেশে আঘাত হানা, এ অঞ্চলের অর্থনৈতিক ক্ষতি খুবই গুরুতর। ৫ আগষ্ট রাতে যদিও কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ঝড় হয়েছে, তবুও দুযোগ ব্যবস্থাপণা উন্নত থাকায়, সৌভাগ্যক্রমে স্থানীয় সরকার দুর্গতরাদেরকে স্থানান্তরিত করতে সক্ষম হয়েছে।

আবহাওয়া পূর্বাভাষ সংস্থার খবরে প্রকাশ, আগামী দু'দিনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আবারও ঝড় হতে পারে।

চীনা দৌঁড়বিদ লিউ সিয়াংয়ের বিশ্ব রেকর্ড স্বীকৃতি পেয়েছে

আন্তর্জাতিক দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ফেডারেশন ৩রা আগস্ট ঘোষণা করেছে যে , চীনের দৌড়বিদ লিউ সিয়াং পুরুষদের ১১০ মিটার প্রতিবন্ধক দৌড়ে ১২.৮৮ সেকেন্ড সময় নিয়ে যে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন । তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে ।

এ বছরের ১১ জুলাই সুইজারল্যান্ডের লাউসানে অনুষ্ঠিত গ্রাঁ প্রি দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতায় চীনের দৌঁড়বিদ লিউ সিয়াং ১২.৮৮ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন । তখন খেলার মাঠে বাতাসের গতি সেকেন্ডে ১.১ মিটার ছিল । আন্তর্জাতিক দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ফেডারেশন মনে করে যে , এই পরিবেশ তার বিশ্ব রেকর্ড সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।

চীন থেকে হিউএন সাং-এর পিতলের মূর্তি ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে

চীনের থাং রাজবংশের বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত হিউএন সাং-এর পিতলের মূর্তি ৫ আগষ্ট পূর্ব চীনের চেচিয়াং প্রদেশ থেকে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে । এই পিতলের মূর্তি ৩.৫ মিটার উঁচু এবং তার ওজন ২.৪ টন । তা ভারতের বিহারের নালন্দ মঠের হিউএন সাং স্মৃতিভবনে স্থাপিত হবে। স্মৃতিভবনটির নির্মাণকাজ চলতি বছরের শেষ দিকে সম্পন্ন হবে। বিহারের নালন্দ মঠ ছিল বৌদ্ধ সূত্র অনুসন্ধানের জন্য হিউএন সাংয়ের পশ্চিম-মুখী যাত্রার গন্তব্য স্থান এবং এটাই তখনকার ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ । সেখানে হিউএন সাং বৌদ্ধ ধর্ম চর্চা করেন । তার পর সেখান থেকে ভারত তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন , বৌদ্ধ তত্ত্ব সম্পর্কে মতবিনিময় করেন এবং ভারতে তিনি খুবই বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত হন । নালন্দ মঠে হিউএন সাং স্মৃতিভবনের নির্মাণ কাজ গত শতাব্দির পঞ্চাশের দশকে শুরু হয় , কিন্তু পরে নানা কারণে প্রকল্পটি সম্পন্ন হতে পারে নি।

পাক ও ভারত পারস্পরিকভাবে কূটনীতিককে বহিষ্কার করেছে

পাকিস্তান ও ভারত ৫ আগষ্ট পারস্পরিকভাবে উভয় পক্ষের একজন করে উচ্চপদস্থ কূটনীতিককে বহিষ্কার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র একইদিন বলেছেন, পাকিস্তানে ভারতের হাইকমিশনের ভিসা অফিসার দীপক কাউল তাঁর পদমর্যাদার সঙ্গে অ-সঙ্গতিপূর্ণ তত্পরতায় লিপ্ত থেকে পাকিস্তানের স্পর্শকাতর কিছু দলিলপত্র সংগ্রহ করেছেন বলে পাকিস্তানের সংশ্লিষ্ট বিভাগ প্রমান পেয়েছে। পাকিস্তানের সংশ্লিষ্ট বিভাগ তাঁকে দু'দিনের মধ্যেই পাকিস্তান ত্যাগ করার আদেশ দিয়েছে।

পাকিস্তানের এই সিন্ধান্তের প্রতিশোধ নেওয়ার জন্যে ভারত একইদিন নয়াদিল্লীতে পাকিস্তানের হাইকমিশনের কাউন্সিলার সৈয়দ মোহাম্মদ রফিক আহমেদকে বহিষ্কার করেছে।

ভারতে তৈরী পেপসি কোলা আর কোকা কোলা কোম্পানির হাল্কা পানীয়তে মাত্রাতিরিক্ত কীটনাশক ওষুধ পাওয়া গেছে

৩ আগস্ট ভারতের 'হিন্দু' পত্রিকার খবরে প্রকাশ , ২ আগস্ট প্রকাশিত ভারতের বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের একটি সর্বশেষ রিপোর্ট থেকে জানা গেছে , ভারতে তৈরী কোকা কোলা আর পেপসি কোলা কোম্পানির ১১টি জাতের হাল্কা পানীয়তে মাত্রাতিরিক্ত কীটনাশক ওষুধ পাওয়া গেছে ।

খবরে প্রকাশ , ভারতের বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্র কোকা কোলা আর পেপসি কোলা কোম্পানির অধীনস্থ ভারতের ২৫টি কারখানায় উত্পন্ন ১১টি জাতের হাল্কা পানীয়ের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে । ফলে এ সব নমুনা থেকে ৩ থেকে ৫ ধরনের কীটনাশক ওষুধের মিশ্রন পাওয়া গেছে । এর মধ্যে পেপসি কোলা কোম্পানির উত্পন্ন হাল্কা পানীয়তে পূর্বনির্ধারিত মানদন্ডের ৩০ গুণেরও বেশি কীটনাশক ওষুধের মিশ্রন পাওয়া গেছে । কোলা কোলা কোম্পানির হাল্কা পানীয়তে কীটনাশক ওষুধের পরিমাণ ২৭ গুণ বেড়েছে ।

দক্ষিণ এশিয়া , যুক্তরাষ্ট্র ও ইইউ সার্কের পর্যবেক্ষক দেশ হয়েছে

২ আগস্ট সার্ক ভক্ত পররাষ্ট্র মন্ত্রীদের নির্বাহী পরিষদ দক্ষিণ এশিয়া , যুক্তরাষ্ট্র ও ইইউকে সার্কের পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করেছে ।

সেদিন ২৭তম সার্ক সম্মেলন শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে , সার্ক দক্ষিণ এশিয়া , যুক্তরাষ্ট্র ও ইইউ'র সদস্য হওয়ার অনুরোধ গ্রহণ করেছে । চেয়ারম্যান দেশ হিসেবে বাংলাদেশ তাদেরকে চীন ও জাপানের সঙ্গে আগামী বছর ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত ১৪তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে ।

লেবাননের উদ্দেশ্যে চীন সরকারের পাঠানো প্রথম কিস্তির জরুরী মানবিক ত্রাণ সামগ্রী ৪ আগষ্ট লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছে।

এসব ত্রাণ সামগ্রী প্রায় ৪০ টন। এদের মধ্যে রয়েছে, ওষুধ, চিকিত্সা যন্ত্রপতি, বিদুত্ উত্পাদন যন্ত্র, তাঁবু ও কম্বল ইত্যাদি। লেবাননে চীন দূতাবাসের কর্মকর্তারা লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বিমান বন্দরে এ সব সামগ্রী হস্তান্তরকরেছেন।খবরে প্রকাশ, পরিকল্পনা অনুযায়ী লেবাননকে দেয়া চীন সরকারের ত্রাণ সমগ্রীর মোট পরিমান ১৫০ টন। বাকী ত্রাণ সামগ্রী ৪ ও ৫ আগষ্ট তিন বারে আন্মান থেকে বৈরুতে পৌঁছানোর কথা।

একইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র পেইচিংয়ে ঘোষণা করেছেন, মধ্যপ্রাচ্য সমস্যা বিষয়ক চীনের বিশেষ দূত সুন পিকেন ৬ আগষ্ট সিরিয়া, লেবানন, ইস্রাইল, মিসর ও সৈদী আরব সফর করবেন। তিনি আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে লেবানন-ইস্রাইল সংঘর্ষ প্রভৃতি সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।

ইরান এখনও ছ'দেশের প্রস্তাব বিবেচনা করছে

৩ আগস্ট ইরানের তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , জাপান সফররত ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসফাদিয়ার রাহিম মাসাই বলেছেন , যদিও নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে , তবে ইরান এখনও ছ'দেশের প্রস্তাবটি বিবেচনা করছে ।

খবরে বলা হয়েছে , জাপানের পররাষ্ট্র মন্ত্রী আসো তারোর সঙ্গে বৈঠককালে মাসাই বলেছেন , ইরান এখনও ছ'দেশের প্রস্তাব বিবেচনা করছে , তবে নিরাপত্তা পরিষদ তা উপেক্ষা করে এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে । তা থেকে বোঝা যায় পশ্চিমা দেশগুলো সার্কিক আরোপ প্রয়োগ করার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় এবং ইরানের ন্যায়সংগত অধিকার অস্বীকার করতে চায় ।

মাসাই আরেক বার বলেন , ইরান শান্তিপূর্ণভাবে পরমাণু প্রযুক্তি ব্যবহার করার অধিকার ছেড়ে দেবে না। কারণ এটা হল ইরানের জনগণের অভিন্ন মতামত ।