চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান সুই চিয়ালু ৬ আগষ্ট চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিয়ামেন শহরে বলেছেন, তিনি আশা করেন, দু'তীরের যুবক-যুবতীরা দু'তীরের সম্পর্কের শান্তিপূর্ণ ও স্থিতিশী উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আদান প্রদান জোরদার করবে, যাতে চীনের আগামী দিনগুলোকে আরো সুন্দর করার জন্যে যথা সম্ভব বেশী অবদান রাখা যায়।
সুই চিয়ালু দু'তীরের যুবক-যুবতীদের প্রথম প্রীতি সম্মিলনীতে অংশগ্রহণকারী তাইওয়ানের প্রধান অতিথিদের সঙ্গে এ কথা বলেছেন।
সুই চিয়ালু বলেছেন, দু'তীরের যুবক-যুবতীদের প্রথম প্রীতি সম্মিলনীর আয়োজন দু'তীরের যুবক-যুবতীদের মৈত্রী ও সমঝোতা বাড়ানো এবং চীনের মূল-ভুভাগ ও চীনের সংস্কৃতির প্রতি তাইওয়ানী যুবক-যুবতীদের সচেতনতা সৃষ্টি করার জন্যে খুব গুরুত্বপূর্ণ।
চীনের জাতীয় যুবক-যুবতীদের ফেডারেশন ও সিয়ামেন শহরের সরকারের উদ্যোগে "যৌবনের অ্যাপয়ন্টমেন্টএবং একসাথে ভবিষ্যত স্থাপন করা" নামক দু'তীরের যুবক-যুবতীদের প্রথম প্রীতি সম্মিলনী ৫ থেকে ৯ আগষ্ট পর্যন্ত সিয়ামেন শহরে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে, চীনের সংস্কৃতি সম্পর্কে যুবক-যুবতীদের ফেডারেশন, দু'তীরের বিশ্ববিদ্যালয়ের গান গাওয়ার প্রতিযোগিতা প্রভৃতি। তাইওয়ানের মোট এক হাজারেরও বেশী যুবক-যুবতী এবারকার প্রীতি সম্মিলনীতে অংশ নিয়েছেন।
|