৭ আগষ্ট জাপান ও দক্ষিণ কোরিয়ার একটি মতামত জরীপ থেকে জানা গেছে , জাপান ও দক্ষিণ কোরিয়ার বেশির ভাগ নাগরিক মনে করেন , জাপান ও দক্ষিণ কোরিয়ার বর্তমান সম্পর্ক ভালো নয় ।
জাপানের ইয়োমিওরি সিম্বন পত্রিকা ও দক্ষিণ কোরিয়ার হানকুক ইবো পত্রিকাজুন মাসের শেষ দিক থেকে জুলাই মাসের প্রথম দিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সম্বন্ধে মতামত জরীপ করেছে । জরীপের ফল থেকে জানা গেছে , জাপানের ৫৯ শতাংশ আর দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ নাগরিক মনে করেন দু দেশের সম্পর্ক ভালো নয় । জাপানের মাত্র ৩৬ শতাংশ আর দক্ষিণ কোরিয়ার ১২ শতাংশ নাগরিক মনে করেন বর্তমানে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো ।
জরীপের ফলাফল থেকে আরো জানা গেছে , জরীপে দুদেশের বেশির ভাগ নাগরিক অপর দেশকে নির্ভরশীল মনে করেন না । এ সম্পর্কে ইয়োমিওরি সিম্বন পত্রিকা মন্তব্য করে বলেছে , এ বছর তাকেশিমা দ্বীপ বা কোরীয় ভাষায় দোকদো দ্বীপের মালিকানা সম্বন্ধে দুটি দেশের মতবিরোধ আর প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন দুদেশের নাগরিকদের বৈরীভাব বাড়িয়ে দিয়েছে ।
|