v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-07 13:32:30    
ডিজিটাল টেলিভিশন জনগণের জীবনকে বৈচিত্র্যময় করেছে

cri
    ইউরোপ, আফ্রিকা ও মধ্য-প্রাচ্যের মোট ১০১টি দেশ পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে তাদের সকল টেলিভিশন অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তিত করবে , যাতে সার্বিকভাবে ডিজিটাল পদ্ধতিতে টেলিকাস্ট করা সম্ভব হয়। একই সঙ্গে চীনও এই ডিজিটাল পদ্ধতিতে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করার বিষয়ে পরিকল্পনা মোতাবেক উক্ত দেশগুলোর সঙ্গে মতৈক্যে পৌঁছেছে। আসলে বর্তমান চীনে মোট ৪০ লাখেরও বেশি দর্শক ডিজিটাল টেলিভিশনের তথ্য পরিসেবা লাভ করছে। তারা নিজেদের চাহিদা অনুযায়ী ডিজিটাল টেলিভিশন ব্যবহার করে। এর মাধ্যমে চমত্কার অনুষ্ঠান, জিনিস পত্র কেনা, চিকিত্সা করা ও পুঁজিবনিয়োগ করা ইত্যাদি সবকিছুই জেনে সুযোগকে কাজে লাগতে পারে।

    ডিজিটাল টেলিভিশন , তার কি অর্থ ? প্রথম হলো টেলিভিশনের অনুষ্ঠান তৈরী করা, সম্পাদনা করা, প্রচার করার প্রক্রিয়ায় সব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা। বর্তমান ব্যাপক ব্যবহৃত অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতির টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ডিজিটাল সঙ্কেত টেলিভিশনের অনুষ্ঠানের মান বেশি ভাল , সংগীত দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুষ হয় , অনুষ্ঠানের বিষয়ে বেশি বৈচিত্র্যময় বৈশিষ্ট্য তুলে ধরা যায় । দ্বিতীয়, ডিজিটাল টেলিভিশন ব্যবহার করায় দর্শক শ্রোতাবন্ধুরা যে কোন অনুষ্ঠান এককেপ্দ্রীকভাবে দেখার পরিবর্তে একসঙ্গে বহুবিধভাবে উপভোগ করতে পারে। পছন্দের কোন অনুষ্ঠান হচ্ছে করনে পুনায়ায় তা দেখতে পারে। উল্লেখ্য, ডিজিটাল টেলিভিশন অনেকটা কম্পিউটারের মতো ভূমিকা পালন করতে পারে, এর ফলে পরিবারের জন্যে অনেক সুবিধা এনে দিয়েছে।

    চীনের পূর্বাঞ্চলের হাংচৌ শহরের ওয়াং ছিনফুর বয়স এখন ৭৭ বছর । বাড়িতে টেলিভিশন আছে। তিনি ও তাঁর স্ত্রীর ঘনিষ্ঠভাবে অনুষ্ঠান দেখেন। এক বছর আগে কেনা ডিজিটাল টেলিভিশন তাঁদের জীবনে কিছুটা স্বস্তি এনেছে।

    " ডিজিটাল টেলিভিশনে এই সপ্তাহের কোনটা বেশি জনপ্রিয়, কোনটা আমার পছন্দ, আমি ডিজিটাল টেলিভিশনেই কিনতে পারি। এটা অনেক সহজ করে দিয়েছে জীবনকে।

     সাম্প্রতিক বছরগুলোয়, চীনের টেলিভিশনের অনুষ্ঠান তৈরী, প্রচার ইত্যাদি ক্ষেত্রে মৌলিকভাবে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করেছে। এখন শুধু গ্রহণের ক্ষেত্রেই অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন অনুষ্ঠান।

    " অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ডিজিটাল টেলিভিশন ধারণের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন শুধু কয়েক ডজন সেট অনুষ্ঠান ধারণ করতে পারে, কিন্তু ডিজিটাল টেলিভিশন কয়েক শো সেট অনুষ্ঠান ধারণ করতে পারে এবং তার ধারণ ও সংরক্ষণের পরিমাণেরও অনেক উন্নতি হয়েছে। যা একটি কম্পিউটারের মত বেশী সুবিধা দেয়।"

    চীন সরকার প্রণীত ডিজিটাল টেলিভিশন পদ্ধতি ত্বরান্বিত করার পরিকল্পনা অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত চীন অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন অনুষ্ঠানগুলো বন্ধ করে দেবে, তখন ডিজিটাল টেলিভিশন সার্বিকভাবে ব্যবহার করবে।

    " আমরা পূর্ব, মধ্য, ও পশ্চিম এই তিনটি অঞ্চলের পরিকল্পনা নির্ধারণ করে এবং চারটি পর্যায়ে প্রচেষ্টা করে এই ডিজিটাল টেলিভিশন উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবো, ২০১৫ সালের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।"

    এ পর্যন্ত চীনের মোট ৪০ লাখেরও বেশি দর্শক এই ডিজিটাল টেলিভিশন ব্যবহার করছে। তারা টেলিভিশনে " ডি,ভি,ডির" মত স্পষ্ট ছবি দেখতে পারে এবং সিনেমা হলের মত সুন্দর সংগীত শুনতে পারে। সঙ্গে সঙ্গে দর্শকরা শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগের তাত্ক্ষনিক তথ্য লাভ করতে পারে।

   সংশ্লিষ্ট স্থানীয় বিভাগ ডিজিটাল টেলিভিশন নিয়ে বিভিন্ন ধরণের পরিসেবা চালু করেছে।

    " আমরা ডিজিটাল টেলিভিশনে শিক্ষা, জীবন, খেলাধুলা ও পরিবার ইত্যাদি ছ'য় ধরণের পরিসেবার সুযোগ রেখেছি। প্রতিদিন লোকেরা ৮ লাখ ৭০ হাজার বারেরও বেশী তা ব্যবহার করে।"

    উল্লেখ্য, ডিজিটাল টেলিভিশন নিয়ে শিশুদের স্কুলের কি অবস্থা? বাড়ির কাজ কেমন করেছে? লেখাপড়ার ফলাফল কেমন? এবং শিশুরা এর মাধ্যমে বিখ্যাত বিদ্যালয়ের ভাল শিক্ষকদের চমত্কার শিখানো বিজ্ঞানের বিষয়ে সব দেখতে পারে, তা শিশুদের লেখাপড়ার জন্যে অনেক উপকার হয়েছে।

    " ছাত্রছাত্রী সবাই ভাল শিক্ষকের ক্লাস পছন্দ করে, কিন্তু এমন সুযোগ বেশী নয়, টেলিভিশনে এ ধরণের অনুষ্ঠান আছে, বেশী ছাত্রছাত্রী এই উত্কৃষ্ট শিক্ষাসম্পদ লাভ করেছে। আমার অনেক ভাল লাগে।"

    আরো জানা গেছে, টেলিভিশন হচ্ছে বর্তমান চীনের সর্বোচ্চ পর্যায়ের তথ্য চ্যানেল। শহরে পারিপারিক টেলিভিশন ব্যবহার হছে ১৩০ শতাংশ , গ্রামে প্রায় ৭৫ শতাংশ । চীনের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর সূত্রে জানা গেছে, ডিজিটাল টেলিভিশন চীনের মধ্য-পশ্চিমাঞ্চলে অবিলম্বে চালু হবে। তখন আরো বেশী লোক ডিজিটাল টেলিভিশনের চমত্কার অনুষ্ঠান দেখতে পারবে, এবং তা জীবনের একজন ভাল বন্ধু হিসেবে পাশে থাকবে।