v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-07 09:57:13    
পরবর্তী অনুষ্ঠানমালাঃ ৭--১২ আগস্ট, ২০০৬

cri

 বন্ধুরা , গেল সপ্তাহ আপনারা কেমন কাটালেন? আমাদের অনুষ্ঠানগুলো কেমন শুনলেন? ভালো লেগেছে কি ? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে আমরা খুব খুশি হবো।

 চীনের সংস্কার ও উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনা ভাষা শেখার উষ্ণ প্রবণতা সারা বিশ্বে ছড়িয়ে আছে। বিদেশী ছাত্রছাত্রীদের চীনা ভাষার মান যাচাই করার জন্য চীনের বিভিন্ন অঞ্চলে "চীনা ভাষার মান পরীক্ষা" আয়োজিত হয়। কেউ কেউ এই পরিক্ষাকে চীনের টোফেল বলে ডাকে। আগামী ৭ আগস্ট সোমবারে শিক্ষার আলো আসরে লিলু আপনাদের চীনা ভাষার মান পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানাবেন। যাদের চীনা ভাষা শেখার আগ্রহ আছে বা চীনে এসে লেখাপড়া করার পরিকল্পনা আছে, তারা এই অনুষ্ঠানটি শুনতে অবশ্যই ভুলবেন না।

 বন্ধুরা, ইউরোপ, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের ১০১টি দেশ ২০১৫ সালের আগে সার্বিকভাবে ডিজিটাল টেলিভিশন অনুষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে। চীনেও এমন পরিকল্পনা আছে। বর্তমানে ৪০ লাখেরও বেশি চীনা মানুষ ডিজিটাল টেলিভিশনের শ্রেষ্ঠ পরিসেবা গ্রহণ করছেন। কিন্তু ডিজিটাল টেলিভিশন এর মূল অর্থ কি? চীনের ডিজিটাল টেলিভিশন বিকাশ কোন পর্যায়ে আছে? তা জানানোর জন্য ৭ আগস্ট সোমবারে বিজ্ঞান ও জীবন আসরে আপনারা তা শুনতে পারবেন।

 কিছু দিন আগে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়ে বহু লোক হতাহত হয়েছে, তা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ত্রিশ বছর আগে চীনের থাংশান শহরেও এমন একটি প্রবল ভূমিকম্প হয়েছিলো। এই ভূমিকম্পে ২ লাখ ৪০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ৪০ হাজার ছেলেমেয়ে অনাথ হয়ে গেছে। ৩০ বছর পার হয়ে গেছে। এসব অনাথেরা কিভাবে দিন কাটাচ্ছেন? বর্তমান থাংশান শহরের নির্মাণ কাজ কেমন চলছে? শুনলে, আপনাদের অবাক হবেন । জানেন, ২০০৫ সালে থাংশানের মোট জিডিপি বেড়ে ২৫.৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই শহরের চমত্কার অবকাঠামো আছে বলে অনেক বহুজাতিক কোম্পানি এখানকার নতুন হাইটেক উন্নয়ন এলাকায় পুঁজি বিনিয়োগ করেছে। এই সব তথ্য বিস্তারিতভাবে জানানোর জন্য আগামী ৯ আগস্ট বুধবারে চীনের জীবন আসরে শি চিং উ সাহেব এবং ১০ আগস্ট বৃহস্পতিবারে আমাদের অর্থনীতি আসরে লি ইউয়েন শান সাহেব আপনাদের বলবেন।

 আগামী ১১ আগস্ট শুক্রবারে সেই গ্রাম এই জীবনে থাং ইয়াও খাং আপনাদের চীনের শানতুং প্রদেশের ইয়ান তাই শহরে নিয়ে যাবেন। ইয়ান তাই শহর দীর্ঘকাল ধরে সামুদ্রিক পরিবেশের সংরক্ষণ আর তা সংস্কার করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। গত কয়েক বছরে এই শহরে বৈজ্ঞানিক উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থার পরিচালনায় সামুদ্রিক অর্থনীতি আর আধুনিক মত্স্য শিল্পের নির্মাণকাজ বিকশিত হয়েছে এবং সামুদ্রিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন আর সামুদ্রিক পরিবেশের সার্বিক সংস্কার অভিযান চালানো হয়েছে। ফলে অর্থনীতি টেকসই ও দ্রুত প্রসারিত হয়েছে। জেলেদের আয় ক্রমাগত বেড়ে যাচ্ছে আর যৌথ মালিকানাধীন অর্থনীতির শক্তি বৃদ্ধি পেয়েছে। আপনারা এই প্রতিবেদনে তাঁদের সফল অভিজ্ঞতার কথা শুনে হয়তো নতুন কিছু লাভ করতে পারেন।

 ১২ আগস্ট শনিবারে সুরের ভুবনে আমি আপনাদের সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত অষ্টম চীনের আন্তর্জাতিক সমবেত কন্ঠ সংগীত উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের রেকর্ডিং শুনাবো। দেশ বিদেশের প্রায় চল্লিশটি সমবেত কন্ঠ সংগীত দল পেইচিংয়ে এসে তাদের গানের মধ্য দিয়ে মৈত্রী সম্প্রসারণ এবং সবার শান্তির জন্য প্রার্থনা করেছে।

 প্রেম হচ্ছে চিরকালীণ আলোচ্যবিষয়। ১১ আগস্ট শুক্রবারে ম্যাডাম চুং শাও লি কন্যা জায়া জননী অনুষ্ঠানে "চিরকাল তোমাকে ভালবাসার" শিরোনামে একটি গল্প শোনাবেন।

 বন্ধুরা, আগামী সপ্তাহের অনুষ্ঠানগুলোর পরিচয় এই পর্যন্তই। আশা করি, আমাদের অনুষ্ঠানমালা আপনাদের সন্তুষ্ট করবে।