৫ আগষ্ট পযন্ত প্র্যাপিরুন নামক টাইফুনে দক্ষিণ চীনের কুয়াংতুং ও কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে মোট ৫৭জন নিহত, বহু মানুষ নিখোঁজ ও ৮০লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে অর্থনৈতিক ক্ষতিরা পরিমান ৩৪ মিলিয়ন ইউয়েন রেনমিনবি।

খবরে প্রকাশ, বর্তমানে প্যাপিরুন নামক টাইফুন ঝড়ে পরিণত হয়েছে, গত তিন দিনে কুয়াংতুং প্রদেশ ও কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল মাবাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুন প্যাপিরুন প্রথমে কুয়াংতুং প্রদেশে আঘাত হানা, এ অঞ্চলের অর্থনৈতিক ক্ষতি খুবই গুরুতর। ৫ আগষ্ট রাতে যদিও কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ঝড় হয়েছে, তবুও দুযোগ ব্যবস্থাপণা উন্নত থাকায়, সৌভাগ্যক্রমে স্থানীয় সরকার দুর্গতরাদেরকে স্থানান্তরিত করতে সক্ষম হয়েছে।

আবহাওয়া পূর্বাভাষ সংস্থার খবরে প্রকাশ, আগামী দু'দিনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আবারও ঝড় হতে পারে।
|