সম্প্রতি চীনের রেল পরিবহন মন্ত্রণালয় পরবর্তী পাঁচ বছরে রেলশিল্প প্রসারে অর্থবিনিয়োগের ক্ষেত্রেঅর্থায়নের সংস্কার সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করেছে । এই পরিকল্পনা বাস্তাবায়নের ব্যবস্থাগুলো প্রনয়ন করা হচ্ছে ।
এই সংস্কার পরিকল্পনায় বলা হয়েছে পরবর্তী পাঁচ বছরে যৌথ অর্থবিনিয়োগের মাধ্যমে রেল পথ নির্মানের আকার বাড়ানো হবে । রেল পরিবহন সংক্রান্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর শেয়ার স্টক- মার্কেটে উঠার কাজ তরান্বিত হবে , রেলপথ নির্মানের ঋণপত্রের পরিমান বাড়ানো হবে , রেল শিল্পের বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা করা হবে আর রেল শিল্প প্রসারের জন্য অর্থায়নের নানা ব্যবস্থা নেয়া হবে ।
জানা গেছে , পরবর্তী পাঁচ বছরে চীনে মোট ১৭ হাজার কিলোমিটার নতুন রেল পথ নির্মাণ করা হবে । এতে মোট ১.২৫ ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে ।
|