v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-07 16:42:56    
মার্কিন স্কুলের হেড-মাস্টাররা চীন সফর করে চীনা ভাষা ও সংস্কৃতির মাধুর্য উপভোগ করেন

cri
    সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলের চার শোজন হেড-মাস্টার ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা এক সপ্তাহব্যাপী চীন সফর শুরু করার জন্য পেইচিংয়ে এসেছেন। চীনা ভাষা অর্থাত্ হান ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয় এবং মার্কিন বিশ্ববিদ্যালয়ের পরিষদের উদ্যোগে মার্কিন স্কুলের হেড-মাস্টারদের এবারকার চীন সফরের এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে, যাতে তাঁরা চীনের ভাষা, সংস্কৃতি ও শিক্ষার ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষভাবে জানতে পারেন।

    চীনের সংস্কৃতির দীর্ঘ ইতিহাস রয়েছে। চীনের চমত্কার সংস্কৃতি চীন ও বিদেশের অজস্র লোককে আকর্ষণ করেছে। বর্তমানে অনেক বিদেশী চীনা ভাষা শেখা এবং চীনা সংস্কৃতি জানার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

    মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ক্রমেই আরও বেশিলোক চীনা ভাষা শিখতে শুরু করেছে। তাই মার্কিন বিশ্ববিদ্যালয় পরিষদ ২০০৩ সালে বিখ্যাত এডভান্সড প্লেস্ম্যান্ট প্রকল্পে চীনা ভাষা প্রশিক্ষণের কোর্স ও পরীক্ষা প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এডভান্সড প্লেস্ম্যান্ট হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় পরিষদের উদ্যোগে মাধ্যমিক স্কুলে গড়ে তোলা একটি কোর্স । মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা এই কোর্সের পরীক্ষা দিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার অগ্রাধিকার পেতে পারেন, অর্থাত্ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুবিধা হবে।

    মার্কিন বিশ্ববিদ্যালয়ের পরিষদ সুত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল চীনা ভাষার কোর্স চালু করতে ইচ্ছুক। এ সব স্কুলের হেড-মাস্টাররা এবারকার চীন সফরে এসেছেন। চীনের রাষ্ট্রীয় হান ভাষা অফিসের উপমহাপরিচালক মা চিয়েন ফেই বলেছেন,

    বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল চীনা ভাষা প্রশিক্ষণের কোর্স চালু করতে চায়। তবে এই কর্মসূচি কার্যকরী হবার প্রক্রিয়ায় অনেক সমস্যা রয়েছে। মার্কিন হেড-মাস্টাররা চীন সম্পর্কে খুব কম জানেন, তাঁরা যখন চীনে এসেছেন, তখন চীনের সংস্কৃতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারেন। এবারকার তত্পরতার মাধ্যমে হেড-মাস্টাররা দেশে ফিরে গিয়ে তাঁদের আশাআকাংক্ষা বাস্তবায়ন করতে পারবেন।

    এর পাশা পাশি মার্কিন স্কুলের হেড-মাস্টাররা এই লক্ষ্য নিয়েই এবার চীনে এসেছেন। মার্কিন হার্বার সিটি হাই স্কুলের হেড-মাস্টার আলবার্ট এডওয়ার্ড থোম্পসন বলেছেন,

    আমার এই কার্যক্রমে অংশ নেয়ার লক্ষ্য হচ্ছে চীনের সংস্কৃতি সম্পর্কে জানা। আমি ফিরে যাওয়ার পর আমার ছাত্রছাত্রীদের কাছে এবারকার সফরের অভিজ্ঞতার কথা বর্ণনা কববো, যাতে তারা চীনা ভাষা শিখতে আগ্রহী হয় এবং বিশ্ব সম্পর্কে আরও বেশি জানতে চায়।

    মার্কিন হেড-মাস্টার ও শিক্ষা বিষয়ক কর্মকর্তারা পেইচিংয়ে সামার প্যালেস ও হুথং সহ ইত্যাদি চীনের বিশেষ বিশেষ স্থান দেখেছেন। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান, বিখ্যাত ভাষাবিদ স্যু চিয়া লু মার্কিন অতিথিদের উদ্দেশ্যে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে এক বিশেষ বক্তৃতা দিয়েছেন। এসব কার্যক্রমের মাধ্যমে তাঁরা চীন সম্পর্কে আরো গভীরভাবে জানতে পেরেছেন।

    তাছাড়া মার্কিন হেড-মাস্টার আর কর্মকর্তারা পেইচিংয়ের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলেও পরিদর্শন করেছেন। তাঁরা চীনের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং চীনের স্কুলের শিক্ষার বাস্তব অবস্থা জানতে পেরেছেন। যেমন চীনের গণ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি বিশেষ মাধ্যমিক স্কুলের হেড-মাস্টার ও নেতৃস্থানীয় কর্মীরা চীনের স্কুলে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে উত্সাহ দেয়ার নীতি ব্যাখ্যা করেছেন। বিশেষ করে, বিদেশী ছাত্রছাত্রীদের চীনা ভাষা পড়ানোর অবস্থা ব্যাখ্যা করেছেন। এই স্কুলের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ইয়াং চিন পিং বলেছেন,

    স্কুলে বিদেশী ছাত্রছাত্রীদের জন্য চীনা ভাষার কোর্স প্রবর্তন করা ছাড়াও, চীনের সংস্কৃতি, সংগীত ও ক্রীড়া ইত্যাদি কোর্সও চালু করা হয়েছে। এক বছর লেখাপড়ার পর বেশির ভাগ বিদেশী ছাত্রছাত্রী চীনা শিক্ষকের পাঠ বুঝতে পারে এবং তাদের লেখাপড়া সুষ্ঠুভাবে চলছে।

    চীনের গণ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই বিশেষ মাধ্যমিক স্কুল মার্কিন যুক্তরাষ্ট্রের হেড-মাস্টার ও শিক্ষা কর্মকর্তাদের মনে গভীরভাবে রেখাপাত করেছে। মার্কিন মিন্নেসোটা বিশ্ববিদ্যালয়ের চীনা কেন্দ্রের উপপরিচালক মাদাম জন ব্রজেজিনস্কি বলেছেন,

    এই স্কুল খুব ভালো। আমি ভাবতেও পারি নি যে, চীনে এতো ভালো মাধ্যমিক স্কুল আছে।