সম্প্রতি উত্তর পশ্চিম চীনের তুরুফান শহরে ' রেশমী পথের বিশ্ব উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এই সম্মেলনে বিভিন্ন দেশের পন্ডিতরা বলেছেন , প্রাচীন রেশমী পথের সংলগ্ন বিভিন্ন দেশের অঞ্চলগুলোর জনগণের মধ্যেআদান-প্রদান ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো । রেশমী পথ বিশ্ব উত্তরাধিকারের ভান্ডারে অন্তর্ভুক্ত করার বিষয়টি পথ সংলগ্ন দেশগুলোর একটি অভিন্ন আকাংখা ।
চীন , কাজাকস্তান , কিরগিজস্তান, তাজিকিস্তান , উজবেকিস্তান ও ইউনেস্কোর ৫০জন প্রতিনিধিএই সম্মেলনে অংশ নিচ্ছেন । ৪ আগষ্ট সম্মেলনে রেশমী পথ বিশ্ব উত্তরাধিকার হিসেবে তালিকাভুক্তিরআবেদন সংক্রান্ত একটি পরিকল্পনা গৃহিত হয়েছে ।
প্রাচীন চীনের রাজধানী ছাংআন অর্থাত্ আজকের সানসি প্রদেশের সিআন শহরে থেকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ অতিক্রম করে ইউরোপ পর্যন্ত প্রসারিত প্রাচীন রেশমী পথের মোট দৈর্ঘ্য সাত হাজারের বেশী কিলোমিটার । চীনের অংশের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার । এই পথ পৃথিবীর দীর্ঘতম স্থল আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের পথ ।
|