৫ আগষ্ট ১১টা পর্যন্ত প্র্যাপিরুননামে টাইফুনে চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংতুং প্রদেশে ৩৮ জন নিহত এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের বিস্তারিত পরিস্থিতির সমীক্ষা এখনও চলছে।
প্র্যাপিরুন নামের টাইফুনটি ৩ আগষ্ট রাতে কুয়াংতুং প্রদেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানে। সে সময় কুয়াংতুং প্রদেশে প্রবল বেগে ঝড়-বৃষ্টি হচ্ছিল। প্রাথমিক পরিসংখ্যান অনুসারে ৩৭ লক্ষাধিক লোক দুর্যোগ-পীড়িত হয়েছে। বিপর্যন্ত অঞ্চলের অর্থনৈতিক ক্ষতি ২৪০ কোটি ইউয়ান রেনমিনপিতে পৌঁছেছে।
টাইফুন কুয়াংতুং প্রদেশে আঘাত হানার পর ধীরে ধীরে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের গতি কমতে থাকে এবং কাছাকাছি কুয়াংসি অঞ্চলে আঘাত হানে। প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, কুয়াংসিতে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যাও ১০ লাখ ছাড়িয়ে গেছে। ঝড়ে একজন নিহত হয়েছেন।
|