লেবাননের উদ্দেশ্যে চীন সরকারের পাঠানো প্রথম কিস্তির জরুরী মানবিক ত্রাণ সামগ্রী ৪ আগষ্ট লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছে।
এসব ত্রাণ সামগ্রী প্রায় ৪০ টন। এদের মধ্যে রয়েছে, ওষুধ, চিকিত্সা যন্ত্রপতি, বিদুত্ উত্পাদন যন্ত্র, তাঁবু ও কম্বল ইত্যাদি। লেবাননে চীন দূতাবাসের কর্মকর্তারা লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বিমান বন্দরে এ সব সামগ্রী হস্তান্তরকরেছেন। চীনা জনগণ লেবাননের সবচেয়ে দুর্দশার সময় যে অপরিশোধনীয় সাহায্য করেছেন লেবানন তার জন্যে ধন্যবাদ জানিয়েছে। খবরে প্রকাশ, পরিকল্পনা অনুযায়ী লেবাননকে দেয়া চীন সরকারের ত্রাণ সমগ্রীর মোট পরিমান ১৫০ টন। বাকী ত্রাণ সামগ্রী ৪ ও ৫ আগষ্ট তিন বারে আন্মান থেকে বৈরুতে পৌঁছানোর কথা।
একইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র পেইচিংয়ে ঘোষণা করেছেন, মধ্যপ্রাচ্য সমস্যা বিষয়ক চীনের বিশেষ দূত সুন পিকেন ৬ আগষ্ট সিরিয়া, লেবানন, ইস্রাইল, মিসর ও সৈদী আরব সফর করবেন। তিনি আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে লেবানন-ইস্রাইল সংঘর্ষ প্রভৃতি সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।
|