 ৪ আগস্ট ইস্রাইলের জঙ্গিবিমান বৈরুতের দক্ষিণ ও উত্তর উপকন্ঠের কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর আরেকবার হামলা চালিয়েছে । এতে একজন লেবাননী সৈন্য নিহত আর ৩ জন আহত হয়েছে । এ ছাড়াও , ইস্রাইলী বাহিনী উত্তর বৈরুতের কয়েকটি সেতুও ধ্বংস করেছে ,এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছে ।
এর আগে, ৩ আগস্ট হিজবুল্লাহর সাধারণ সম্পাদক সাইদ হাসান নাসরুল্লাহ্ ভাষণ দেয়ার সময় বলেছেন, যদি ইস্রাইল লেবাননের ওপর হামলা বন্ধ করে, তাহলে হিজবুল্লাহ্ ইস্রাইলের ওপর রকেট হামলাও বন্ধ করবে । এটা হচ্ছে দু'পক্ষের সংঘর্ষ ঘটার পর হিজবুল্লাহর প্রথমবারের মত যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ ।
৩ আগস্ট ইসলামিক সম্মেলন সংস্থার কিছু সদস্যদেশ জরুরী অধিবেশনের পর প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, লেবাননের ওপর ইস্রাইলের হামলা গুরুতরভাবে লেবাননের ভূভাগের অখন্ডতা ও সার্বভৌমত্বের ওপর হুমকী হয়ে দাঁড়িয়েছে । ইস্রাইলের উচিত তার আগ্রাসী আচরণ থেকে বিরত থাকা । একই সঙ্গে বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করার দায়িত্বের পাশা পাশি ব্যবস্থা নিয়ে অবিলম্বে দু'পক্ষের সার্বিক যুদ্ধবিরতি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার দেয়া হয়েছে ।
|