৪ আগস্ট জাপানের বৌদ্ধধর্ম সমিতি প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরোর কাছে একটি আবেদনপত্র দাখিল করেছে । আবেদনপত্রে জুনিছিরো আর মন্ত্রীদের উদ্দেশ্যে ইয়াসুকুনিতে শ্রদ্ধা নিবেদন বন্ধ করার দাবি জানানো হয়েছে ।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে , জাপানের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা একটি ধমীয় সংগঠন হিসেবে ইয়াসুকুনিতে যে শ্রদ্ধা নিবেদন করেছেন , তা জাপানের সংবিধানে লিপিবদ্ধ ধর্ম বিশ্বাসের স্বাধীনতা আর রাজনীতি থেকে ধর্ম বিশ্বাস সংক্রান্ত নীতি লংঘন করেছে ।
২০০১ সালে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর জুনিছিরো পাঁচ বার ইয়াসুকুনিতে দ্বিতীয় মহা যুদ্ধে নিহত জাপানের প্রধান যুদ্ধাপরাধীদের চিহ্নফলকের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছিলেন । এটা ব্যাপকভাবে জাপানী সমরবাদীদের নির্যাতনে জর্জরিত এশিয়ার বিভিন্ন দেশের জনগণের চেতনাকে ক্ষুন্ন করেছে ।
|