৪ আগস্ট চীনের কুয়াংতুং প্রদেশের শাংছুয়ান দ্বীপের কাছাকাছি সমুদ্রে আটকা পড়া একটি প্রকল্প নির্মাণের জন্যে জাহাজের ৬৮জন নাবিককে উদ্ধার করা হয়েছে । এবারকার ত্রাণ তত্পরতায় কোনো ব্যক্তির হতাহত বা সমুদ্রের দূষণ হয় নি ।
জানা গেছে, ৩ আগস্ট সকালে এ জাহাজটি ঘুর্ণিঝড় কবলিত হওয়ার তার অচল অবস্থায় ভেসে ভেসে শাংছুয়ান দ্বীপের কাছাকাছি এলাকায় চলে আসে । কুয়াংতুং প্রদেশের উদ্ধারকারী দল জাহাজটির নাবিকসহ কর্মীদের উদ্ধার । হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিমান পরিসেবা দলের দু'টি ত্রাণ হেলিকপ্টার এবারকার ত্রাণ তত্পরতায় অংশগ্রহণ করেছে ।
৩ আগস্ট বিকেল ৪টা থেকে ৪ আগস্ট সকাল ৭টা পর্যন্ত , ত্রাণ হেলিকপ্টার তিন ভাগে বিভক্ত হয়ে ভেসে থাকা নাবিকদের উদ্ধার করেছে ।
|