চীনের বাণিজ্য মন্ত্রণালয় ৪ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর চীনের সামাজিক ভোগ্যপণ্য দ্রব্যের খুচরা বিক্রয়ের মোট মূল্য ৭.৫ ট্রিলিয়ান ইউয়ান রেনমিনপি হবে, তা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৩ শতাংশের বেশি।
জানা গেছে, আয়ের স্থিতিশীল বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বছরে চীনের শহরবাসীদের ভোগ্যপণ্যের প্রতি আগ্রহ বেড়েছে। ভোগ্যপণ্য দ্রব্য কেনার জন্য ব্যয় যথেষ্ট বেড়েছে। গ্রামাঞ্চলের কেনাকাটা ও ভোগ্যপণ্যের পরিবেশের বিকাশও গ্রামবাসীদের এর প্রতি আগ্রহ বাড়িয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রিপোর্টে অনুমান করা হয়েছে, অভ্যন্তরীণ ভোগ্যপণ্য বাজার স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে অধিবাসীদের পণ্যভোগ ভোগ্যপণ্যের দামের সূচক গত বছরের চেয়ে প্রায় ২ শতাংশ বাড়বে।
|