সর্বশেষ জরীপ থেকে জানা গেছে, চীনের প্রথম নদী --ইয়াংসি অববাহিকার ১৬০টিরও বেশি শহরের মধ্যে প্রায় ৩০ শতাংশ শহরেই বিভিন্ন মাত্রায় পানির অভাব রয়েছে। পানি সম্পদের অভাব আর্থ-সামাজিক টেকসই উন্নয়নের ক্ষেত্রে বহুবিধ বাধার সম্মুখীন হচ্ছে।
জরীপে বলা হয়েছে, ইয়াংসি অববাহিকার পানি সম্পদের অভাব সমস্যা প্রধানত পানির বন্টনের ভারসাম্যহীনতা, দূষিত পানির সমস্যা দিনে দিনে গুরুতর হওয়া, মিতব্যয়ীভাবে পানি ব্যবহার না করা ইত্যাদি। ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অববাহিকার ব্যাপক অঞ্চলে পানি দূষণের অবস্থা দিনে দিনে গুরুতর হয়ে যাচ্ছে। পানি থাকলেও দূষণের কারণে খেতে পারে না এমন অবস্থা অনেক জায়গায় দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ বলেছেন, ইয়াংসি অববাহিকার আওতাভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো এবং অধিবাসীদের মধ্যে পানির মিতব্যয় ব্যবহারে সচেতন জোরদার ও পানি সম্পদের সুরক্ষা জোরদার করা উচিত।
|