৩ আগস্ট এক জন ইরাকী কর্মকর্তা বাগদাদে বলেছেন, ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী শিয়া সম্প্রদায়ের ধর্মীয় ব্যক্তি মুকতাদা আল-সাদ্রের সমর্থকদের সঙ্গে দক্ষিণ বাগদাদের আল মাহমুদিয়াহ জেলার কাছাকাছি একটি পরীক্ষণ স্টেশনে সংঘর্ষ হয়েছে । মার্কিন বাহিনী গুলি করে দু'জনকে হত্যা করেছে এবং ঘটনায় অন্য ১৬জন আহত হয়েছে ।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তখন সাদ্রের "আল-মাহদি আর্মীর" সশস্ত্র ব্যক্তিরা ইস্রাইলের বিরোধীতা করার জন্যে বাগদাদ গামী বিক্ষোভকারীদের গাড়ির বহরকে রক্ষা চেষ্টা করছিল । জানা গেছে, কয়েক হাজার আল-সাদ্রের সমর্থক বর্তমানে ইরাকের দক্ষিণ ও মধ্যাঞ্চল থেকে বাগদাদের পথে রয়েছে । তারা ৪ আগস্ট অনুষ্ঠিত ইস্রাইলের বিরোধীতা করা সংক্রান্ত একটি বিক্ষোভে অংশগ্রহণ করবে ।
আল-সাদ্র হচ্ছেন ইরাকে "মার্কিন বিরোধী " শিয়া সম্প্রদায়ের একজন ধর্মীয় ব্যক্তি । তাঁর নেতৃত্বাধীন শিয়া সম্প্রদায়ের সশস্ত্র সংস্থা "আল-মাহদি আর্মী" ২০০৪ সালে ইরাকের নাজাফ শহরে মার্কিন বাহিনীর সঙ্গে দু'বার গুরুতর সংঘর্ষে লিপ্ত হয়।
|