প্রাপিরুন নামক টাইফুন ৪ আগস্ট চীনের কুয়াং শি অঞ্চলের দক্ষিণ-পূর্বাংশে প্রবেশ করেছে । তার আঘাতে পেই হাই শহরের মাছ ধরা জাহাজসহ শতাধিক জেলে কূলে ভিড়তে পারছে না । সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে তাদের উদ্ধার করার কাজ এখনো চলছে ।
খবরে প্রকাশ , টাইফুন আসার আগে কুয়াং শি অঞ্চলের উপকূল থেকে ৬৮ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেযা হয়েছে । কিন্তু ৩রা আগস্ট পর্যন্ত আরো ৪০টিরও বেশি মাছ ধরা জাহাজ বন্দরে ভিড়তে পারছিল না । আমঙকা জনক অবস্থায় জাহাজসহ শতাধিক জেলে এখনো সমুদ্রে অবস্থান করছে । অতি প্রবল বাতাসের জন্য ত্রাণ কাজ যথাযথভাবে এখনো চালানো যাচ্ছে না ।
বর্তমানে সংশ্লিষ্ট বিভাগ টাইফুনের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং ত্রাণ কর্মীরা যে কোনো সময় ত্রাণ কাজ চালাতে প্রস্তুত রয়েছে ।
|