চীনের কেন্দ্রীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী , প্রাপিরুন নামক টাইফুনটি ৩রা আগস্ট দক্ষিণ-পূর্ব চীনের কুয়াং তুং প্রদেশের দিকে এগিয়ে যাওয়ার পর একটু একটু করে দুর্বল হচ্ছে । এখন তা নিকটবর্তী কুয়াং শি অঞ্চলে প্রবেশ করেছে ।
খবরে প্রকাশ , কুয়াং তুং প্রদেশে প্র্যাপিরুন টাইফুন আঘাত হানার সময়ে টাইফুনের কেন্দ্রস্থলে ১২ নম্বর বিপদ সংকেত ছিল । তার পর তা ধীরে ধীরে দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয় এবং কুয়াং শি অঞ্চলে আঘাত হানে ।
টাইফুনের আঘাতে ৪ ও ৫ আগস্ট চীনের কুয়াং তুং আর কুয়াং শি'র বেশির ভাগ অঞ্চলে প্রবল বৃষ্টি হতে পারে ।
|