৪ আগস্ট চীনের পিপলস ডেইলি পত্রিকার খবরে প্রকাশ , সম্প্রতি প্রকাশিত চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একটি রিপোর্টে বলা হয়েছে , এবছরের শেষার্ধে চীনে পুঁজিবিনিয়োগের বৃদ্ধি হার ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে নিয়ন্ত্রণ করা হবে ।
বর্তমানে চীনে স্থাবর পুঁজিবিনিয়োগ অতি দ্রুত বৃদ্ধি পেয়েছে , মুদ্রা ও ঋণ দানের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে , শক্তি সম্পদের বেশি ব্যবহার করা হয়েছে । এর ফলে পরিবেশের ওপর ব্যাপক চাপ পড়েছে । সুতরাং রিপোর্টে এই সুপারিশ করা হয়েছে যে , কেন্দ্রীয় সরকারের সার্বিক জরীপ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করা হবে , শক্তি সম্পদের ব্যবহার ও দূষণ কমানো হবে এবং চীনে বৈদেশিক পুঁজিবিনিয়োজিত প্রকল্পের ওপর তদন্ত ও যাচাই বিষয়ক বিশেষ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্প্রতি বলেছেন , অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার জন্য দ্রুত ও সমন্বিত উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এবছরের শেষার্ধে চীন সরকার সার্বিক জরীপ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করবে ।
|