আবহাওয়ার পূর্বাভাষ বিভাগের সর্বশেষ সংবাদে জানা গেছে, টাইফুন "প্র্যাপিরুন" ৩ আগস্ট সন্ধ্যায় দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে।
চীনের কুয়াংতুং, কুয়াংসি ও হাইনান এই তিনটি প্রদেশ টাইফুন প্রতিরোধ করার ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত মোট ৫.৮ লাখেরও বেশি লোককে স্থানান্তর করা হয়েছে।
চীন হচ্ছে বিশ্বে টাইফুনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম। ৫০ বছর ধরে প্রতিবছর মোট ৭-৮টি টাইফুন চীনে আঘাত হানে। এর জন্যে অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে।
|