|
ইসলামী সম্মেলন সংস্থার কিছু সংখ্যক সদস্য দেশ ৩ আগস্ট মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র- পুত্রজায়ায়এক জরুরী অধিবেশনে মিলিত হয়েছে । অধিবেশনশেষে প্রকাশিত এক বিবৃতেতে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসী তত্পরতার তীব্র নিন্দা করা হয়েছে ।
মালয়েশিয়া , ইন্দোনেশিয়া, ইরান , ফিলিস্তিন , লেবানন , সিরিয়া প্রভৃতি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশের রাষ্ট্রপ্রধান,সরকার প্রধান , পররাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রতিনিধিগণ একদিনের এই অধিবেশনে যোগ দিয়েছেন ।
অধিবেশনশেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে , লেবাননের বিরুদ্ধে ইসরাইলের হামলা দারুণভাবে লেবাননের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা লংঘন করেছে । বিবৃতিতে এই মত প্রকাশ করা হয়েছে যে , ইসরাইলকে তার আগ্রাসনজনিত পরিণতির জন্যে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে । অধিবেশনে অংশগ্রহণকারীরা লেবাননে ইসরাইলের যুদ্ধ অপরাধের ওপর আন্তর্জাতিক তদন্ত চালানোর দাবি জানিয়েছেন ।
বিবৃতেতে জাতি সংঘ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালন এবং লেবানন ও ইসরাইলের মধ্যে অবিলম্বে ও সার্বিকভাবে যুদ্ধ বিরতি পালনের লক্ষ্যে পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়েছে । বিবৃতেতে লেবানন-ইসরাইল সীমান্ত বরাবর জাতি সংঘের ক্ষমতাপ্রাপ্ত বহুদেশীয় শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করার প্রস্তাব করা হয়েছে । অধিবেশনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , ব্রুনেই প্রভৃতি দেশ জাতি সংঘ শান্তি রক্ষী বাহিনীতে তাদের সৈন্য পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন ।
তাছাড়া অধিবেশনে অংশগ্রহণকারীরা সম্প্রতি লেবাননের উত্থাপিত লেবানন ও ইসরাইলের মধ্যে আশু ও সার্বিক যুদ্ধ বিরিতি পালনের বিষয় সহ ৭দফা প্রস্তাবের প্রতি সমর্থন প্রকাশ করেছেন । এই প্রস্তাবের মধ্যে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবন্দী ও আটককারীদের বিনিময় এবং অস্থায়ী সীমান্ত নীল রেখা থেকে ইসরাইলী বাহিনীর সরে যাওয়ার বিষয় অন্তর্ভূক্ত রয়েছে ।
অধিবেশনে অংশ নেয়া লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ফৌজি সালোখ বলেছেন , আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে লেবানন তার সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা অক্ষুণ্ণ রাখবে । সংগে সংগে তিনি আন্তজাতিক আইন কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন যাতে লেবাননের দক্ষিণাংশে ইসরাইলের হামলার দরুণ নিরীহ নাগরিকদের প্রাণহানির মত অপরাধের ওপর তদন্ত চালানো যায় এবং অবিলম্বে লেবাননের শরণার্থীরা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারেন । অধিবেশনশেষে সালোখ সাংবাদিকদের বলেছেন , ইসলামী সম্মেলন সংস্থার এবারের বিশেষ অধিবেশনশেষে প্রকাশিত বিবৃতিতে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে জোরালো দাবী করা হয়েছে । তিনি মনে করেন , এই বিবৃতি নিরাপত্তা পরিষদকে প্রস্তাব গ্রহণ করতে তাগিদ দেবে যাতে লেবানন ও ইসরাইলের মধ্যে সার্বিক ও শর্তহীনভাবে যুদ্ধ বিরতি বাস্তবায়ন করা যায় ।
অধিবেশনে ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমেলেদ্দীন ইহসানোগ লেবানন-ইসরাইল সংঘর্ষে দ্বিমুখী নীতি অনুসরণের জন্যে কোনো কোনো দেশের নিন্দা করেছেন । অধিবেশনে অংশ নেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ইসরাইল ও লেবাননের হেজবুল্লার মধ্যকার সংঘর্ষ সম্ভবত মুসলিম বিশ্বে উগ্রবাদিতাকে ইন্ধন যোগাবে । এতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ।
অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট আহমেদি নেজাদ ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হয়ে ইসরাইল ও তার সমর্থকদের নিসংগ করে তোলা এবং ইসরাইলের সংগে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন ।
ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান চেয়ারম্যান দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবী ৩ আগস্ট সাংবাদিকদের বলেছেন , তিনি ৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে একটি চিঠি লিখবেন । চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি তার প্রভাব খাটিয়ে লেবানন-ইসরাইল সংঘর্ষে লিপ্ত দু' পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি বাস্তবায়নের আহবান জানাবেন ।
ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান চেয়ারম্যান দেশ মালয়েশিয়ার উদ্যোগে এবারের জরুরী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ।
|