৩ আগস্ট ইসলামিক সম্মেলন সংস্থার বর্তমান চেয়ারম্যান মালিয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ্ আহমেদ বাদাভি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক দেশের প্রতি লেবাননে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং লেবানন ও ইস্রাইলের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন ।
অংশগ্রহণকারী লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ফাউজি সাল্লৌখ বলেছেন, লেবানন আন্তর্জাতিক সমাজের সমর্থনে ভূভাগের সার্বভৌমত্বের সুরক্ষা করবে । লেবাননের প্রধানমন্ত্রী ফৌয়াদ সিনিওরা ৩ আগস্ট এক বিবৃতিতে বলেছেন, লেবানন ও ইস্রাইলের সংঘর্ষে এ পর্যন্ত ৯০০জনেরও বেশি লেবাননী নিহত এবং ৩০০০জনেরও বেশি আহত হয়েছে ।
জানা গেছে, চীন সরকার লেবানন সরকারের কাছে প্রথম গ্রুপের মানবিক ত্রাণ সামগ্রী ৩ আগস্ট পেইচিং থেকে পাঠিয়েছে ।
অন্য এক খবরে জানা গেছে, ২ আগস্ট জাতিসংঘ ঘোষণা করেছে যে, ৩ আগস্ট মধ্যপ্রাচ্যের বহু দেশীয় বাহিনী গঠন করা সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথা আরেকবার পিছিয়ে দেয়া হয়েছে । কারণ সংশ্লিষ্ট দেশগুলো লেবানন ও ইস্রাইলের সংঘর্ষের অবসান সম্পর্কে রাজনৈতিক সমাধানের উপায় নিয়ে একমত হয় নি । ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ৩ আগস্ট বলেছেন, ইস্রাইল মনে করে ,দক্ষিণ লেবাননে একটি ১৫ হাজার সেনা বিশিষ্ট আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা উচিত । যাতে ইস্রাইল ও লেবাননের মধ্যেকার সংঘর্ষ শেষ করা যায় ।
|