আন্তর্জাতিক দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ফেডারেশন ৩রা আগস্ট ঘোষণা করেছে যে , চীনের দৌড়বিদ লিউ সিয়াং পুরুষদের ১১০ মিটার প্রতিবন্ধক দৌড়ে ১২.৮৮ সেকেন্ড সময় নিয়ে যে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন । তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে ।
এ বছরের ১১ জুলাই সুইজারল্যান্ডের লাউসানে অনুষ্ঠিত গ্রাঁ প্রি দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতায় চীনের দৌঁড়বিদ লিউ সিয়াং ১২.৮৮ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন । তখন খেলার মাঠে বাতাসের গতি সেকেন্ডে ১.১ মিটার ছিল । আন্তর্জাতিক দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ফেডারেশন মনে করে যে , এই পরিবেশ তার বিশ্ব রেকর্ড সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।
|