ফিলিস্তিনের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইস্রাইলী বাহিনী ২ আগস্ট গভীর রাত থেকে ৩ আগস্ট ভোর পর্যন্ত গাজা অঞ্চলের দক্ষিণাংশের রাফাহের উপর বোমাবর্ষণ করেছে। এতে ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের একজন চিকিত্সক বলেছেন, নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তি আর ৩ জন নিরীহ মানুষ।
স্থানীয় অধিবাসীরা বলেছেন, ২ আগস্ট গভীর রাতে ঘন ঘন বোমাবর্ষণের সাহায্য নিয়ে কমপক্ষে ৫০টি ইস্রাইলী বাহিনীর ট্যাঙ্ক, সাজোঁয়াগাড়ী এবং সৈন্যবাহী গাড়ী রাফাহের পূর্বে গাজা আন্তর্জাতিক বিমান বন্দরের পাশাপাশি এলাকায় প্রবেশ করেছে। ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিরা ইস্রাইলী বাহিনীর গাড়ীগুলোর উপর রকেট বোমা নিক্ষেপ করেছে।
ইস্রাইলী বাহিনী কর্তৃপক্ষ ৩ আগস্ট একই দিনের সামরিক অভিযানের কথা স্বীকার করে বলেছে যে, এবারকার তত্পরতা হচ্ছে ইস্রাইলী বাহিনীর রকেট হামলার শিকার হওয়ার পর তাদের প্রতি-আক্রমণ।
|