২০১০ সালে চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ ৫০ কোটি টন পৌঁছাবে। কৃষকদের বাষিক গড়পড়তা আয় ২০০৫ সালের চেয়ে ৩০ শতাংশ বাড়বে।
৩ আগস্ট চীনের কৃষি মন্ত্রণালয় প্রকাশিত পরবর্তী পাঁচ বছরে চীনের কৃষি উন্নয়ন পরিকল্পনায় তা অন্তর্ভুক্ত হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী পাঁচ বছরে চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ প্রতি বছর ০.৬৫ শতাংশ বাড়াবে। কৃষকদের গড়পড়তা বার্ষিক আয় প্রতি বছর ৫ শতাংশের বেশি বাড়বে। উত্পাদন পরিমাণ বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন কঠোরভাবে আবাদী জমি সংরক্ষণ করবে ও খাদ্যশস্য চাষের আয়তন নির্ধারিত সীমার মধ্যে রাখবে। সংশ্লিষ্ট বিভাগ সক্রিয়ভাবে কৃষকদের আয় বাড়ানোর পদ্ধতি অন্বেষণ করবে, কৃষকদের উচ্চ ফলনশীল শিল্পে যোগদানের উত্সাহ দেবে, কৃষকদের প্রযুক্তি, সংস্কৃতি এবং পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ দেবে।
পরিকল্পনায় প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে, চীন সরকার গ্রামাঞ্চলে দেয়া আর্থিক বরাদ্দ বাড়াবে, যাতে ফলপ্রসূভাবে গ্রামাঞ্চলের বুনিয়াদী ব্যবস্থা ও জীবনযাপনের পরিবেশনের মান আরো উন্নত করা যায়।
|