১৯৯৮ সালে চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে চীনের জাতীয় পানি সঞ্চয় ও জলসেচ সংক্রান্ত পেইচিং প্রকল্প প্রযুক্তি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । জলসেচ মন্ত্রণালয় তা পরিচালনা করে ।
এ কেন্দ্র জাতীয় সামাজিক কল্যাণকর বৈজ্ঞানিক গবেষণা সংস্থা হিসেবে ব্যবহারিক প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের পাশা পাশি বিজ্ঞানগত সাফল্যের রূপান্তর ও শিল্পায়নের প্রচেষ্টা চালায় । বর্তমানে এ কেন্দ্রের রয়েছে ৩৫ জন বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী এবং ৫ জন কারিগরি শ্রমিক । এদের মধ্যে ৯ জন অধ্যাপক পর্যায়ের শীর্ষ ইঞ্জিনিয়ার , ১৯জন শীর্ষ ইঞ্জিনিয়ার এবং ১০ জন ডক্টর ও ১৩জন মাস্টার রয়েছেন । তা ছাড়া, এ কেন্দ্রে৫ জন অতিথি -অধ্যাপকও রয়েছেন । কেন্দ্রের প্রধান লক্ষ্য হল সারাদেশে পানি সঞ্চয় ও জলসেচ প্রযুক্তির গবেষণা, সাফল্যের উচ্চধাপে রূপান্তর , উত্পাদিত পণ্যদ্রব্যের উন্নয়ন ও প্রযুক্তির সম্প্রসারণ ও প্রশিক্ষণসহ স্বদেশে সর্বোচ্চ মান সম্পন্ন করে তোলা । এ ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলে এমন জাতীয় পর্যায়ের প্রকল্প ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র নির্মাণ করা । প্রযুক্তির অগ্রগতি ও উন্নয়ন, বিজ্ঞানগত সাফল্যের উচ্চধাপে রূপান্তর ও শিল্পায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রেও এই কেন্দ্র নেতৃত্বদান এবং সেতুর ভূমিকা পালন করে এবং সারাদেশের পানি সঞ্চয় ও জলসেচের দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করে ।
এর প্রধান কাজ হলো দেশ ও বিশেষ বিশেষ অঞ্চলের পানি সঞ্চয় ও জলসেচ আর পানি সাশ্রয়ভিত্তিক কৃষির উন্নয়নে কৌশলগত গবেষণা প্রকল্পের দায়িত্ব পালন করা । এবং প্রযুক্তির হস্তান্তর ইত্যাদি পদ্ধতিতে দেশে ও বিদেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চালানো এবং পানি সঞ্চয় ও জলসেচের বিজ্ঞানগত সাফল্যের উচ্চ ধাপে রূপান্তর ও শিল্পায়নের প্রচেষ্টা চালানো ।
এই কেন্দ্রের প্রধান কাজের মধ্যে রয়েছে : দেশ ও বিভিন্ন পেশার পানি সঞ্চয় ও জলসেচ উন্নয়নের পরিকল্পনা, প্রযুক্তির গুনগতমান আর নীতি প্রণয়ন ও সংশোধনের দায়িত্ব পালন করা , আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা চালানো, বিদেশের জলসেচ প্রকল্পের নতুন প্রযুক্তি ও নতুন যন্ত্রপাতি আমদানি করা, দেশ বিদেশের পানি সঞ্চয় ও জলসেচ সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা , জলসেচ প্রকল্পের প্রযুক্তির পরামর্শ ও পরিসেবা চালানো, প্রকল্পের ডিজাইন, প্রকল্পের উপদেষ্টা ও গুনগতমান তত্ত্বাবধান করা , জলসেচ প্রযুক্তির কর্মীদের প্রশিক্ষণ দেয়া এবং জলসেচ সরঞ্জামের গুণের পরীক্ষা করা ,বিভিন্ন প্রদেশ ও শিল্পপ্রতিষ্ঠানের ব্যবহারিক প্রযুক্তির গবেষণা ও পণ্য উন্নয়ন প্রকল্পের জন্যে প্রযুক্তির পরামর্শ ও পরিসেবা দেয়া । এ কেন্দ্র সক্রিয়ভাবে বৈদেশিক আদান-প্রদান ও সহযোগিতাও চালায় । এই কেন্দ্রের সম্পন্ন করা প্রকল্পগুলো হল :
ই.ইউ.'র সঙ্গে সহযোগিতা প্রকল্প দু'টি : ক. ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত হুয়াংহো ও হুয়াই হো নদীর সমতলভূমির কৃষির টেকসই উন্নয়নে পানি ও মাটি সম্পদের ব্যবস্থাপনা আর গবেষণা"। খ. ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত হুয়াংহো নদীর অববাহিকায় পানি সঞ্চয় নীতির ওপর গবেষণা" ।
অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা প্রকল্প: ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত "শহরের দূষিত পানির বিশুদ্ধিকরণ ও টেকসই জলসেচ প্রযুক্তি"
হোল্যান্ডের সঙ্গে সহযোগিতা প্রকল্প: ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত "নিংসিয়ার হোথাও উত্তর ইনছুয়ান জলনিশ্কাসন প্রকল্প" ।
এই কেন্দ্রের সকল কর্মীর প্রয়াস চালিয়ে বিজ্ঞান ও গবেষণার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন করেছেন । এগুলোর মধ্যে জাতীয় পর্যায়ের ৫টি পুরস্কার রয়েছে ।
|