৩ আগস্ট ভারতের 'হিন্দু' পত্রিকার খবরে প্রকাশ , ২ আগস্ট প্রকাশিত ভারতের বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের একটি সর্বশেষ রিপোর্ট থেকে জানা গেছে , ভারতে তৈরী কোকা কোলা আর পেপসি কোলা কোম্পানির ১১টি জাতের হাল্কা পানীয়তে মাত্রাতিরিক্ত কীটনাশক ওষুধ পাওয়া গেছে ।
খবরে প্রকাশ , ভারতের বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্র কোকা কোলা আর পেপসি কোলা কোম্পানির অধীনস্থ ভারতের ২৫টি কারখানায় উত্পন্ন ১১টি জাতের হাল্কা পানীয়ের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে । ফলে এ সব নমুনা থেকে ৩ থেকে ৫ ধরনের কীটনাশক ওষুধের মিশ্রন পাওয়া গেছে । এর মধ্যে পেপসি কোলা কোম্পানির উত্পন্ন হাল্কা পানীয়তে পূর্বনির্ধারিত মানদন্ডের ৩০ গুণেরও বেশি কীটনাশক ওষুধের মিশ্রন পাওয়া গেছে । কোলা কোলা কোম্পানির হাল্কা পানীয়তে কীটনাশক ওষুধের পরিমাণ ২৭ গুণ বেড়েছে ।
|