হাইতিতে জাতিসংঘের বিশেষ দল হিসেবে চীনের বিস্ফোরক প্রতিরোধ দলটিকে পুলিশ প্রধান মিউর ১ আগস্ট পুরস্কার প্রদান করেছেন। যাতে হাইতিতে চীনের তৃতীয় দফার শান্তি রক্ষী বাহিনীর বিস্ফোরক প্রতিরোধক দলটি পুরস্কৃত হয়েছে। এটা বিশেষ দল প্রতিষ্ঠিত হবার পর প্রথমবারের মত চীনা বিস্ফোরক প্রতিরোধক দলকে পুরস্কার দেয়া হলো ।
পুরস্কার প্রদান সূত্রে জানা গেছে, হাইতির শান্তি রক্ষী কর্তব্য এলাকায় চীনা বিস্ফোরক প্রতিরোধক দল হচ্ছে একটি দৃঢ় সামরিক শক্তির দল। এই চীনা বিস্ফোরক প্রতিরোধক দলটি সত্যিকারভাবে প্রশংসারযোগ্য।
চীনা বিস্ফোরক প্রতিরোধক দলের রাজনৈতিক কমিশার শি সুয়ে ফেং একইদিন সবার পক্ষে মর্যাদা সম্পন্ন এই সার্টিফিকেট গ্রহণ করেছেন।
|