কিরগিজস্তান সন্ত্রাসবাদ, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদের ওপর আঘাত হানার ব্যবস্থা নিয়েছে। ৩ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং তার ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, কিরগিজস্তানের এই ব্যবস্থা নেয়ার মধ্যএশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষার জন্য কল্যাণকর হবে।
তিনি বলেছেন, সম্প্রতি কিরগিজস্তানের সরকার সন্ত্রাসবাদ, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদের ওপর আঘাত হানার কয়েকটি ব্যবস্থা নিয়ে সাফল্য অর্জন করেছে। চীন এই ব্যবস্থার ইতিবাচক মূল্যায়ন করেছে।
তিনি বলেছেন, চীন কিরগিজস্তানসহ মধ্যএশীয় দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে , শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে সহযোগিতা করতে এবং সন্ত্রাসবাদ, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদের ওপর আঘাত হানা জোরদার করতে ইচ্ছুক। যাতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষার জন্য যথাসময়ে সঠিক ভূমিকা পালন করা যায়।
|