বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের চীনা পদপ্রার্থী , বর্তমান মহাপরিচালকের সহকারী মার্গারেট চেন ২ আগস্ট হংকংয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকারের সমর্থন এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের যথাসাধ্য সহযোগিতায় তাঁর প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন, যাতে সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণে হতাশ হতে না হয়।
মার্গারেট চেন বলেছেন, কেন্দ্রীয় সরকার তাঁর ওপর আস্থা রেখেই তাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের পদে সুপারিশ করেছেন। এ জন্য তিনি সরকার সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সদস্য হিসেবে তাঁর কাজের মূলনীতি অতীতে এবং ভবিষ্যতে সবসময় "ন্যায়সংগত ও যুক্তিযুক্ত" থাকবে বলে তিনি জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেম্বরে নতুন মহাপরিচালক নির্বাচন করবে।
|