শ্রীলংকার সরকারী বাহিনী ২ আগস্ট শ্রীলংকার উত্তর-পূর্বাংশের মুতুর নগরে সরকার বিরোধী তামিল টাইগার মুক্তি সংস্থার সঙ্গে তুমুল লড়াই করে কমপক্ষে ৪০ জন টাইগার সংস্থার সদস্যকে হত্যা করেছে।
খবরে জানা গেছে, শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২ আগস্ট এক বিবৃতিতে বলেছে, একই দিন টাইগার সংস্থার নিক্ষেপ করা একটা বোমা মুতুর নগরের একটি হাসপাতালের ওপর পড়ে, এতে তিন জন শ্রীলংকার নৌ বাহিনীর সৈন্য নিহত, ৬ জন আহত আর বিশ জনেরও বেশী নিরীহ মানুষ আহত হয়েছে। এরপর সরকারী বাহিনী প্রতি-আক্রমণ চালিয়ে টাইগার সংস্থার চল্লিশ জনেরও বেশী সদস্যকে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মুতুর নগর এখন সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক কয়েক দিনে, শ্রীলংকার সরকারী বাহিনী আর টাইগার সংস্থার মধ্যে বেশ কয়েক বার তুমুল সংঘর্ষ হয়েছে এবং বহু লোক এতে হতাহত হয়েছে।
|